X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

শরীয়তপুরে দুই লাখের বেশি মানুষ পানিবন্দি

শরীয়তপুর প্রতিনিধি
২২ জুলাই ২০২০, ০০:৪০আপডেট : ২২ জুলাই ২০২০, ০০:৪৩

শরীয়তপুরে দুই লাখের বেশি মানুষ পানিবন্দি

পদ্মা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় শরীয়তপুরের ৬ উপজেলার ৪০ ইউনিয়ন বন্যা কবলিত হয়েছে। এসব এলাকায় প্রায় দুই লাখের বেশি মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। দুর্গত এলাকায় বিশুদ্ধ পানি এবং পশু খাদ্যের সংকট দেখা দিয়েছে। বন্যা দুর্গতদের জন্য ত্রাণ সহায়তা কার্যক্রম শুরু করেছে জেলা প্রশাসন।

জেলা পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, পদ্মার পানি শরীয়তপুরের সুরেশ্বর পয়েন্টে বিপদসীমার ৩৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যা গত ১৩ বছরের মধ্যে সর্বোচ্চ। আরও ৪-৫ দিন পানি বৃদ্ধি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তারা।

সরজমিনে জেলার জাজিরা ও নড়িয়া উপজেলা ঘুরে দেখা যায়, দুই উপজেলার অধিকাংশ গ্রামীণ সড়ক পানিতে তলিয়ে গেছে। এছাড়া জাজিরা ও নড়িয়ার সঙ্গে যোগাযোগ রক্ষাকারী প্রধান তিনটি সড়কের একাধিক স্থান পানিতে নিমজ্জিত হওয়ায় সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। জাজিরা উপজেলার বড়কান্দি, নাওডোবা, কুন্ডেরচর, পালেরচর, বিলাসপুর এবং নড়িয়া উপজেলার চরআত্রা, কাঁচিকাটা, মোক্তাকারের চর, নশাসন ও রাজনগর ইউনিয়নের অধিকাংশ বাড়িতেই পানি উঠেছে। এসব এলাকায় বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। ঘরের ভেতর পানি প্রবেশ করায় নিজেরা কোনোরকম থাকতে পারলেও গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছেন তারা।

এদিকে পানি বৃদ্ধির ফলে ঢাকা-শরীয়তপুর সড়কের ৪টি স্থান পানিতে নিমজ্জিত হয়েছে। সড়কের আরও ১৫টি স্থানে পানি প্রবেশ করছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে যে কোনও সময় এই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যেতে পারে।

জেলা প্রশাসক কাজী আবু তাহের জানান, জাজিরা ও নড়িয়া উপজেলার বন্যা কবলিতদের জন্য ইতোমধ্যেই দেড়শ মেট্টিক টন চাল এবং এক হাজার শুকনো খাবার প্যাকেট বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া বন্যা কবলিত অসহায়দের তালিকা করতে স্থানীয় জনপ্রতিনিধিদের নির্দেশ দেওয়া হয়েছে। তালিকা অনুযায়ী অসহায়দের কাছে ত্রাণ পৌঁছে দেওয়া হবে।

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাতিসংঘে বাংলাদেশের ‘শান্তির সংস্কৃতি’ রেজুলেশন গৃহীত
জাতিসংঘে বাংলাদেশের ‘শান্তির সংস্কৃতি’ রেজুলেশন গৃহীত
‘তীব্র গরমে’ মারা যাচ্ছে মুরগি, অর্ধেকে নেমেছে ডিম উৎপাদন
‘তীব্র গরমে’ মারা যাচ্ছে মুরগি, অর্ধেকে নেমেছে ডিম উৎপাদন
ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করলো তুরস্ক
ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করলো তুরস্ক
রোমাকে হারিয়ে ফাইনালে এক পা লেভারকুসেনের
ইউরোপা লিগরোমাকে হারিয়ে ফাইনালে এক পা লেভারকুসেনের
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
শিগগিরই শুরু হচ্ছে উন্মুক্ত কারাগার তৈরির কাজ: স্বরাষ্ট্রমন্ত্রী
শিগগিরই শুরু হচ্ছে উন্মুক্ত কারাগার তৈরির কাজ: স্বরাষ্ট্রমন্ত্রী