X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে বলাৎকারের অভিযোগ

হিলি প্রতিনিধি
০৩ আগস্ট ২০২০, ১৯:৪৩আপডেট : ০৩ আগস্ট ২০২০, ২০:১৩

দিনাজপুর দিনাজপুরের নবাবগঞ্জের বোয়ালমারী শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির এক ছাত্রকে (১১) বলাৎকারের অভিযোগ পাওয়া গেছে। নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক কুমার চৌহান জানান, এ ঘটনায় ওই ছাত্রের বাবা সোমবার (৩ আগস্ট) দুপুরে নবাবগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।

মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৭ জুলাই প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা ভুক্তভোগী ওই ছাত্রকে এক হাজার টাকার উপবৃত্তি দেওয়ার কথা বলে স্কুলে ডেকে নেন। এরপর তিনি ওই ছাত্রকে বিদ্যালয়ের পাশে হলুদের ক্ষেতে নিয়ে গিয়ে বলাৎকার করেন। পরে শিক্ষার্থী ঘটনাটি বাবা-মাকে জানায়। পরে ওই ছাত্র অসুস্থ হয়ে পড়লে তাকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় কোনও আইনগত ব্যবস্থা না নিতে প্রধান শিক্ষক ওই ছাত্রের অভিভাবকের ওপর বিভিন্নভাবে চাপ দিতে থাকে।

অভিযুক্ত উত্তম কুমার সাহা বাংলা ট্রিবিউনকে জানান, ওই ছাত্র তার প্রতিবেশী। গত ২৭ জুলাই দুপুরে বৃষ্টির মধ্যে ওই ছাত্রকে কোলে করে তিনি মাছ ধরতে নিয়ে যাচ্ছিলেন। গ্রামের কিছু পূর্বশত্রু এটি দেখে ফেলে। শত্রুতার জের ধরেই  ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করে তার নামে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে। এ ঘটনায় তিনি ওই ছাত্রের বাবা মায়ের কাছে ক্ষমাও চেয়েছেন বলে জানান।

বিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মিথুন সরকার জানান, শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে বলাৎকারের ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক। অভিযোগ পাওয়ামাত্রই আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

নবাবগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রেজাউল করিম জানান, ওই শিক্ষকের বিরুদ্ধে আইন অনুযায়ী দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ওসি জানান, পুলিশ আসামিকে ধরতে অভিযান চালাচ্ছে।

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
যুক্তরাষ্ট্রের পর এবার ফিলিস্তিনপন্থি বিক্ষোভে সরব ইউরোপ
যুক্তরাষ্ট্রের পর এবার ফিলিস্তিনপন্থি বিক্ষোভে সরব ইউরোপ
মহামারি মোকাবিলায় প্রধানমন্ত্রীর পাঁচ প্রস্তাব
মহামারি মোকাবিলায় প্রধানমন্ত্রীর পাঁচ প্রস্তাব
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা