X
শুক্রবার, ০৩ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

সুন্দরবনের ভেতরে কিশোরকে নির্যাতনের অভিযোগ, বন কর্মকর্তার অস্বীকার

বাগেরহাট প্রতিনিধি
১৫ আগস্ট ২০২০, ১৯:৫৮আপডেট : ১৫ আগস্ট ২০২০, ২০:১৩

বাগেরহাটের শরণখোলা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি কিশোর ইমাম হোসেন।

সুন্দরবন পূর্ব বিভাগের কটকা অভায়রণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) আবুল কালামের বিরুদ্ধে এক কিশোরকে নির্যাতনের অভিযোগ উঠেছে। নির্যাতনের শিকার ১২ বছর বয়সী ওই কিশোরের নাম ইমাম হোসেন। শুক্রবার রাতে নির্যাতনের শিকার ওই কিশোরকে শরণখোলা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। সে শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের খলিলুর রহমানের ছেলে।

তবে পুলিশ এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করে বলেছে, ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টায় এ অভিযোগ আনা হয়েছে।

কিশোরের পরিবারের অভিযোগ, গত ৮ আগস্ট সুন্দরবনের পারমিট নিয়ে গ্রামবাসী ও স্বজনদের সঙ্গে সাগরে ইলিশ আহরণে যায় কিশোর ইমাম হোসেনসহ ১০ জন। পরে অবৈধ ভাবে অভায়রণ্য এলাকায় প্রবেশের দায়ে তাদের আটক করা হয়। ১০ আগস্ট ৯ জন জেলেকে আটক দেখিয়ে জেলহাজতে পাঠায় কটকা অভয়রারণ্য কেন্দ্রের পুলিশ। তবে কিশোর ইমাম হোসেনকে কটকা অভায়রণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) আবুল কালাম পরিবারের কাছে হস্তান্তর না করে আবার বনে নিয়ে যায়। সেখানে চারদিন আটকে রেখে খাবার না দিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন করে। চারদিন পর ১৪ আগস্ট রাত সাড়ে আটটায় শরণখোলা রেঞ্জ অফিসে কিশোর ইমাম হোসেনকে পরিবারের কাছে হস্তান্তর করে বন বিভাগ।

শরনখোলা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক আরিফুল ইসলাম রাকিব বলেন, কিশোর ইমামের শরীরে আঘাতের চিহ্ন না থাকলেও সে মানসিকভাবে ভীতির মধ্যে রয়েছে। আমরা তাকে চিকিৎসা দিচ্ছি।

এ বিষয়ে সুন্দরবন অভায়রণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি)  আবুল কালামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

তবে সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মদ বেলায়েত হোসেন জানান, নির্যাতনের বিষয়টি মোটেও সঠিক নয়। অপর ৯ জনের সঙ্গে অবৈধভাবে অভয়ারণ্যে প্রবেশ করেছিল ওই কিশোর। বাকিদের আটক দেখিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে। তবে এই কিশোরকে অন্য আসামিদের সঙ্গে তখন বাগেরহাটে নিয়ে আসা হলেও তার কোনও অভিভাবককে পাওয়া যায়নি। ফলে বাধ্য হয়ে তাকে আবারও কটকা অভয়ারণ্য কেন্দ্রে ফেরত নিয়ে যান ওসি আবুল কালাম। এর চার দিন পর শরণখোলা রেঞ্জ অফিসে স্থানীয় জনপ্রতিনিধি হিসেব একজন ইউপি সদস্যসহ ওই কিশোরের মা এলে রেঞ্জের সহকারী বন সংরক্ষক জয়নাল আবেদিনের উপস্থিতিতে তাদের কাছে ওই কিশোরকে হস্তান্তর করা হয়েছে। এই চারদিন কটকা অভয়ারণ্য কেন্দ্রের ভেতরে রাখা হয়েছে তাকে। 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
রোমাঞ্চকর ম্যাচে ১ রানের নাটকীয় জয় হায়দরাবাদের 
রোমাঞ্চকর ম্যাচে ১ রানের নাটকীয় জয় হায়দরাবাদের 
মামুনুল হকের জন্য কাশিমপুর কারাগারের সামনে ভক্তদের ভিড়
মামুনুল হকের জন্য কাশিমপুর কারাগারের সামনে ভক্তদের ভিড়
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা