X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

সিসিটিভির আওতায় আসছে নেত্রকোনা শহর

হানিফ উল্লাহ আকাশ, নেত্রকোনা
০৬ সেপ্টেম্বর ২০২০, ১৯:৪৭আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২০, ১৯:৫১

নেত্রকোনা জেলা প্রেসক্লাবের এক অনুষ্ঠানে পুরো শহর সিসিটিভির আওতায় আনার ঘোষণা দেন পুলিশ সুপার আকবর আলী মুন্সি।

অপরাধ দমনে ও সামাজিক নিরাপত্তার আওতায় নেত্রকোনা পৌর এলাকায় সিসিটিভি স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে জেলা পুলিশ। এই কার্যক্রম অতি দ্রুত বাস্তবায়ন করার কথা জানিয়েছেন নেত্রকোনা পুলিশ সুপার আকবর আলী মুন্সি। আজ রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে নেত্রকোনা প্রেসক্লাবে সাংবাদিকদের কাজের সুবিধার্থে নেত্রকোনা জেলা পুলিশের পক্ষে একটি কম্পিউটার প্রদান অনুষ্ঠানে এসে এ তথ্য জানান পুলিশ সুপার।

পরে পুলিশ সুপারের কাছ থেকে বিষয়টি সম্পর্কে বিশদ জানতে চাইলে বাংলা ট্রিবিউনকে তিনি মোবাইল ফোনে জানান, চুরি ছিনতাই, মারামারিসহ বিভিন্ন অপরাধ দমনের উদ্দেশ্যে জেলা পুলিশ শহরজুড়ে সিসিটিভি ক্যামেরা স্থাপনের পরিকল্পনা নিয়েছে। নেত্রকোনা শহরে মাদক ব্যবসায়ীরা যদি কৌশলেও কোনও তৎপরতা চালিয়ে থাকে তাহলে সেগুলোও এই সিসিটিভির কার্যক্রমে ধরা পড়বে। ফলে অপরাধীরা আতঙ্কে থাকবে। এমনকি ছেলে-মেয়েদের ইভটিজিং ও যৌন হয়রানিও শহরের একদম জিরো টলারেন্সের আওতায় চলে আসবে। এতে করে শহরের সম্মানিত নাগরিকরা নিরাপদে রাত-বিরাতে তাদের প্রয়োজনে পথ চলতে পারবেন এবং পুলিশের নিরাপত্তার কাজেও এই উদ্যোগ সহায়ক ভূমিকা পালন করবে।’

তিনি জানান, প্রথম দিকে এই সিসিটিভির আওতায় আসবে শহরের মুক্তারপাড়া, ডিসি অফিস, এসপি অফিস, কুরপাড়, বড়বাজার, মেছুয়া বাজার, তেরী বাজার, সাতপাই রেল ক্রসিংসহ আরও কিছু জনগুরুত্বপূর্ণ এলাকা ও ব্যবসায়িক জোন। পরে পর্যায়ক্রমে বাকি এলাকায় এ কার্যক্রম সম্পন্ন করা হবে।

পুলিশ সুপার আরও বলেন, শহরের আইন-শৃঙ্খলা রক্ষায় জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় আমি এই কার্যক্রমের কথা প্রস্তাবনায় আনলে জেলার রাজনৈতিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধিসহ সকলেই এই কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন এবং সকলেই আর্থিকভাবে সহযোগিতা করা সিদ্ধান্তের কথা জানিয়েছেন। পরে পুলিশ সুপার কার্যালয়ে তাদেরকে প্রাথমিক ভাবে ৫০ হাজার টাকা দেওয়ার ঘোষণার পর অনেকেই এই আর্থিক সহায়তা করেছেন। ইতোমধ্যে সিসিটিভি স্থাপনের ডিজাইন সম্পন্ন করা হয়েছে এবং আগামী সপ্তাহের মধ্যেই সিসিটিভি স্থাপনের কার্যক্রম শুরু হবে বলে জানান এসপি।

এর আগে নেত্রকোনা জেলা প্রেসক্লাবে কম্পিউটার প্রদান অনুষ্ঠানের শুরুতেই প্রেসক্লাবের পক্ষ থেকে সাংবাদিকরা পুলিশ সুপারকে ফুল দিয়ে বরণ করে নেন। পরে নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল হান্নান রঞ্জনের সভাপতিত্বে প্রেসক্লাব সম্পাদক শ্যামলেন্দু পালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুলিশ সুপার আকবর আলী মুন্সি আনুষ্ঠানিকভাবে কম্পিউটার প্রদান করেন।

এ সময় তিনি সাংবাদিকদের উদ্দেশে এসপি বলেন, সাংবাদিকরা জাতির বিবেক আর সংবাদপত্র হলো জাতির দর্পন। পুলিশ আর সাংবাদিকদের কাজের মধ্যে মিল রয়েছে। দিন আর রাত নেই, কোনও ঘটনা ঘটলে পুলিশের পাশাপাশি সাংবাদিকদেরও সেখানে ছুটে যেতে হয়। সাংবাদিকরা কঠোর পরিশ্রম করে মাদক, জুয়া, সন্ত্রাস জঙ্গিবাদ, চাঁদাবাজিসহ সমাজের নানা অনিয়ম, অবিচার, অসঙ্গতি ও দুর্নীতির চিত্র সরকার ও দেশবাসীর সামনে তুলে ধরেন বলেই এসব অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে প্রশাসন ও পুলিশের পক্ষে কাজ করতে সহজ হয়। আপনারা যাতে বস্তুনিষ্ঠ সংবাদ দ্রুততম সময়ে মিডিয়ায় পাঠাতে পারেন তার জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আপনাদেরকে এ ছোট্ট উপহার প্রদান করলাম।

অনুষ্ঠানে জেলায় কর্মরত সকল প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিউনিসিয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া ৮ যুবকের লাশের অপেক্ষায় স্বজনরা
তিউনিসিয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া ৮ যুবকের লাশের অপেক্ষায় স্বজনরা
‘বাংলাদেশ ও ভারত একই লক্ষ্যে এগোচ্ছে’
‘বাংলাদেশ ও ভারত একই লক্ষ্যে এগোচ্ছে’
এবার ফিলিস্তিনপন্থি বিক্ষোভে সরব কানাডার বিশ্ববিদ্যালয়গুলো
এবার ফিলিস্তিনপন্থি বিক্ষোভে সরব কানাডার বিশ্ববিদ্যালয়গুলো
প্রত্যেক বস্তা থেকে সরানো হয় চাল, ডিলারের বিরুদ্ধে থানায় মামলা
প্রত্যেক বস্তা থেকে সরানো হয় চাল, ডিলারের বিরুদ্ধে থানায় মামলা
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি