X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

সেই ভুতুড়ে বিলের মামলায় শ্যামলা বেগমকে আইনি সহায়তা করে ব্র্যাক

টাঙ্গাইল প্রতিনিধি
১৫ সেপ্টেম্বর ২০২০, ১৯:৫৪আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২০, ২০:৩৬

ভূতুড়ে বিদ্যুৎবিলের মামলায় শ্যামলা বেগমের পাশে ব্র্যাকের আইন কর্মকর্তা।  
শ্যামলা বেগমের নামে ভুতুড়ে বিলের মামলায় ব্র্যাক মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচির মাধ্যমে তাকে সহায়তা করা হয়। সোমবার (১৪ সেপ্টেম্বর) হাজিরার নির্ধারিত তারিখে ব্র্যাক মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচির লইয়ার হুমায়ূন কবির আদালতে শ্যামলা বেগমের জন্য জামিন আবেদন করেন। একইদিন মামলার বাদী শ্যামলা বেগমের নামে করা মামলাটি প্রত্যাহার করে নেন। 

ব্র্যাক মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচির টাঙ্গাইল সদর এলাকা অফিসের সিনিয়র এইচআর এলএস অফিসার মো. শরিফুল ইসলাম বলেন, ‘আমরা বাংলা ট্রিবিউন পত্রিকার মাধ্যমে জানতে পারি শ্যামলা বেগমকে বিদ্যুৎ সংযোগ না দিয়েই প্রায় সোয়া লাখ টাকা বিল ও তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। পরে শ্যামলা বেগমের সাথে যোগাযোগ করা হয়। এরপর তিনি আমাদের কাছে আইন সহায়তার জন্য আবেদন করেন। এরপর এ মামলায় লড়ার জন্য ব্র্যাক কর্তৃক প্যানেল লইয়ার নিয়োগ দেওয়া হয়। সোমবার (১৪ সেপ্টেম্বর) এ মামলায় শ্যামলা বেগমকে আদালতে হাজির হওয়ার নির্ধারিত তারিখ ছিল। পরে ব্র্যাকের লইয়ার হুমায়ূন কবির শ্যামলা বেগমের জন্য আদালতে জামিন আবেদন করেন। এরপর বাদীপক্ষ আদালতে মামলাটির প্রত্যাহারপত্র জমা দেন। এ মামলা থেকে এখন শ্যামলা বেগম মুক্ত।’ 

শ্যামলা বেগমের বিরুদ্ধে বিদ্যুৎ বিভাগের করা সেই মামলার কাগজ

ব্র্যাক মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচির টাঙ্গাইলের জেলা ব্যবস্থাপক কল্পনা রাণী ভৌমিক বলেন, ‘ব্র্যাক মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচির মাধ্যমে আমরা অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে আইন সহায়তা দিয়ে যাচ্ছি। এর মাধ্যমে সমাজের অসহায় মানুষগুলো হয়রানি থেকে মুক্তি পাচ্ছে। অসহায় মানুষগুলো ফিরে পাচ্ছে তাদের অধিকার।’ 

মামলার বাদী টাঙ্গাইলের নির্বাহী প্রকৌশলী দফতরের বিক্রয় ও বিতরণ বিভাগ-১ (বিউবো) এর সহকারী প্রকৌশলী মো. সাইমুম শিবলী বলেন, ‘শ্যামলা বেগমের নামে করা বিলের বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়। পরে তদন্ত কমিটি শ্যামলা বেগমের সেচ প্রকল্পে বিদ্যুৎ সংযোগ না দেওয়ার বিষয়টি দেখতে পায়। এঘটনায় সোমবার আদালতে শ্যামলা বেগমের হাজির হওয়ার নির্ধারিত তারিখ ছিল। নির্ধারিত দিনে টাঙ্গাইলের ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) বিদ্যুৎ আদালতে করা মামলাটি প্রত্যাহার করা হয়েছে।' 

ভুক্তভোগী শ্যামলা বেগম বলেন, ‘বাংলা ট্রিবিউন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। বাংলা ট্রিবিউন পত্রিকায় প্রথমে আমাকে নিয়ে নিউজ প্রকাশ করা হয়। এরপর অনেক মিডিয়া এগিয়ে এসেছে। তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। এছাড়াও আমার এই দুঃসময়ে ব্র্যাক মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচি পাশে দাঁড়িয়েছে। তারা আমাকে আইন সহায়তা দিয়েছেন। তাদের প্রতিও আমি কৃতজ্ঞ।’ 

গত ২৯ আগস্ট বাংলা ট্রিবিউনে ‘বিদ্যুৎ সংযোগ নেই তবুও বিল এলো সোয়া লাখ টাকা!’ এ শিরোনামে একটি নিউজ প্রকাশের পর বিষয়টি নজরে আসে কর্তৃপক্ষের। পরে বিদ্যুৎ বিভাগ তদন্ত কমিটি গঠন করেন। তদন্তে বেরিয়ে আসে শ্যামলা বেগমের সেচ প্রকল্পে সংযোগ না দেয়ার বিষয়টি।

প্রসঙ্গত, টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাশিল ইউনিয়নের দাপনাজোর হাকিমপুর গ্রামের মৃত আবদুর সবুর মিয়ার স্ত্রী শ্যামলা বেগম সেচ মেশিনে বিদ্যুৎ লাইন নেওয়ার জন্য ২০১৪ সালের শেষের দিকে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) টাঙ্গাইলের বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর অধীনে আবেদন করেন। ওই সময় দাপনাজোর হাকিমপুর, দেউলী ও মুড়াকৈ এলাকার ১২ জনের কাছ থেকে সেচ মেশিনে বিদ্যুতের লাইন পাইয়ে দিতে স্থানীয় শফিকুল ইসলামের মাধ্যমে বাসাইল পৌর এলাকার মশিউর রহমান নামের এক ব্যক্তি ১১ লাখ টাকা নেন। ২০১৫ সালের প্রথম দিকে তিনি ৯ জনের সেচ মেশিনে বিদ্যুৎ সংযোগ দেন। এছাড়া নিজ দায়িত্বে বাঁশ, সিমেন্টের খুঁটি ও তার কিনে আরও দুইজন তাদের সেচ মেশিনে সংযোগ নেয়। ওই সময় রহস্যজনক কারণে শ্যামলা বেগমের লাইন না দিয়ে সংশ্লিষ্টরা তার লাইন বাতিলের কথা বলে কাজ শেষ করে চলে যায়। আবেদনের প্রায় পাঁচ বছর পর সম্প্রতি শ্যামলা বেগমের নামে এক লাখ ১৪ হাজার ৬২৭ টাকা বিদ্যুৎ বিল দেখিয়ে আদালতে মামলা দায়ের করা হয়। টাঙ্গাইলের নির্বাহী প্রকৌশলী দফতরের বিক্রয় ও বিতরণ বিভাগ-১ (বিউবো) এর সহকারী প্রকৌশলী মো. সাইমুম শিবলী বাদী হয়ে টাঙ্গাইলের ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) বিদ্যুৎ আদালতে মামলাটি দায়ের করেন।

আরও পড়ুন: 
সেই ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলের মামলা থেকে মুক্তি পেলেন শ্যামলা বেগম

 

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিউনিসিয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া ৮ যুবকের লাশের অপেক্ষায় স্বজনরা
তিউনিসিয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া ৮ যুবকের লাশের অপেক্ষায় স্বজনরা
‘বাংলাদেশ ও ভারত একই লক্ষ্যে এগোচ্ছে’
‘বাংলাদেশ ও ভারত একই লক্ষ্যে এগোচ্ছে’
এবার ফিলিস্তিনপন্থি বিক্ষোভে সরব কানাডার বিশ্ববিদ্যালয়গুলো
এবার ফিলিস্তিনপন্থি বিক্ষোভে সরব কানাডার বিশ্ববিদ্যালয়গুলো
প্রত্যেক বস্তা থেকে সরানো হয় চাল, ডিলারের বিরুদ্ধে থানায় মামলা
প্রত্যেক বস্তা থেকে সরানো হয় চাল, ডিলারের বিরুদ্ধে থানায় মামলা
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি