X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১
৩ তদন্ত প্রতিবেদনে একইরকম তথ্য

পিজিসিবির ট্রান্সফরমারে পরপর দুইবার আগুন লাগার কারণ যন্ত্রাংশের ত্রুটি

ময়মনসিংহ প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০২০, ০১:৪৩আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২০, ০২:২৮

যন্ত্রাংশের ত্রুটির কারণে পিজিসিবির ট্রান্সফরমারের পরপর দুইবার আগুন লাগে

ময়মনসিংহের কেওয়াটখালিতে অবস্থিত পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশের ৩৩ কেভি উপকেন্দ্রে পরপর দুবার পাওয়ার ট্রান্সফরমারে অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত তিনটি তদন্ত কমিটির প্রতিবেদন জমা পড়েছে। এসব প্রতিবেদনে পাওয়ার ট্রান্সফরমারের যন্ত্রাংশের ত্রুটির কারণে আগুন লাগার কথা উল্লেখ করা হয়েছে।

স্থানীয় জেলা প্রশাসন গঠিত তদন্ত কমিটি ৩ কর্ম দিবস শেষে গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কাছে তাদের প্রতিবেদন জমা দিয়েছেন। এ তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহাঙ্গীর আলম জানান, সময়ের মধ্যে তদন্ত শেষে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। পাওয়ার ট্রান্সফরমারের যন্ত্রপাতি ফেল করার কারণেই ট্রান্সফরমারে আগুন লেগেছে এটি তদন্তে বের হয়ে এসেছে।

তিনি আরও জানান, উপকেন্দ্রের ভেতরে আগুন নেভানোর আধুনিক মানের ব্যবস্থা থাকা, গুণগত মানের ইকুইপমেন্ট (যন্ত্রপাতি) ব্যবহার এবং ট্রান্সফরমারের যন্ত্রাংশ নিয়মিত পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা করা-- এই তিনটি সুপারিশ করা হয়েছে।

এদিকের পিজিসিবির গঠিত দুটি তদন্ত কমিটির প্রতিবেদন বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে জমা দেওয়া হয়েছে পিজিসিবির প্রধান কার্যালয়ের ব্যবস্থাপনা পরিচালকের কাছে। এ দুটি তদন্ত কমিটির প্রধান পিজিসিবির অপারেশন অ্যান্ড মেইনটেনেন্স এর নির্বাহী পরিচালক মাসুদ আলম বক্সী।

ময়মনসিংহ পিজিসিবির নির্বাহী প্রকৌশলী মাসুদুল হক জানান, পরপর দুইবার পাওয়ার ট্রান্সফরমারে অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত দুটি কমিটির তদন্ত প্রতিবেদন প্রধান কার্যালয়ের ব্যবস্থাপনা পরিচালকের কাছে জমা দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদনে ট্রান্সফরমারের যন্ত্রাংশের ত্রুটির কারণে ক্লিপ করে দুইবারই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এই বিষয়টি বের হয়ে এসেছে।

তিনি আরও জানান, দেশীয় কোম্পানি এনার্জিপ্যাকের সরবরাহ করা যন্ত্রাংশ ব্যবহারের কারণেই যেহেতু পরপর দুইবার ইক্যুপমেন্ট ফেল করে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে  সেহেতু উন্নতমানের এবং বিদেশ থেকে ইক্যুইপমেন্ট এনে তা পরবর্তীতে ব্যবহার করাসহ বেশ কয়েকটি সুপারিশ করা হয়েছে এই তদন্ত প্রতিবেদনে ।

নির্বাহী প্রকৌশলী মাসুদুল হক আরও জানান, পিজিসিবির ৮ সেপ্টেম্বর পুড়ে যাওয়া টি-টু পয়েন্টের পাওয়ার ট্রান্সফরমারটি সচল করার কাজ পুরোদমে চলছে। আগামী এক সপ্তাহের মধ্যে এটা সচল করা সম্ভব হবে বলে তিনি ধারণা করছেন।

উল্লেখ্য, গত ৮ ও ১০ সেপ্টেম্বর পরপর দুবার ময়মনসিংহের পিজিসিবির ৩৩ কেভি উপকেন্দ্রে পাওয়ার ট্রান্সফরমারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
৭৮ দিন পর গ্রামের বাড়িতে তিউনিসিয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া ৮ যুবকের মরদেহ
৭৮ দিন পর গ্রামের বাড়িতে তিউনিসিয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া ৮ যুবকের মরদেহ
টিভিতে আজকের খেলা (৪ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৪ মে, ২০২৪)
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত