X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

হাটহাজারীতে মানুষের ঢল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৯ সেপ্টেম্বর ২০২০, ১৩:৫২আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২০, ১৩:৫৯

হাটহাজারীতে মানুষের ঢল হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীর জানাজায় অংশ নিতে হাটহাজারী মাদ্রাসায় নেমেছে হাজারো মানুষের ঢল। শনিবার (১৯ সেপ্টেম্বর) ভোর থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ দলে দলে আসতে থাকেন। বেলা যত বাড়ছে মাদ্রাসা প্রাঙ্গণে মানুষের ভিড় ততই বাড়ছে। হাটহাজারীতে মানুষের ঢল

কক্সবাজার, কুমিল্লা, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালীসহ আশপাশের জেলাগুলোর বহু কওমি মাদ্রাসা থেকে বিপুল শিক্ষার্থী ও আলেমরা জানাজায় অংশ নিতে আসছেন।

কুমিল্লা থেকে এসেছেন আব্দুর রহমান। নিজেকে প্রাক্তন ছাত্র পরিচয় দিয়ে বলেন, ‘হুজুরকে শেষবারের মতো একবার দেখতে কুমিল্লা থেকে এসেছি। দেরিতে আসলে দেখতে পাবো না। তাই সকাল ৯টার আগেই মাদ্রাসায় চলে এসেছি। তিনি আমার সরাসরি শিক্ষক ছিলেন। আমাদের অভিভাবক ছিলেন।’ হাটহাজারীতে মানুষের ঢল

তার মতো একই কথা জানিয়েছেন আবু ওবায়দা ফারুক। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘আমি সরাসরি উনার ছাত্র ছিলাম না। এইখান থেকে হেফজ বিভাগ থেকে পড়েছি। ২০০১ সালে মাদ্রাসা থেকে গিয়ে এখন অন্য একটি মাদ্রাসায় পড়াই। হুজুর মারা গেছেন শুনে সব কিছু বাদ দিয়ে চলে আসছি। উনাকে এক নজর দেখবো তাই।’

হাটহাজারী দারুল উলুম মাদ্রাসার মজলিশে শূরার সদস্য নোমান ফয়জী জানান, আজ শনিবার বাদ জোহর দুপুর ২টার দিকে আল্লামা শফীর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। উনার বড় ছেলে মাওলানা ইউসুফ মাদানি জানাজা পড়াবেন। এরপর উনাকে মাদ্রাসার কবরস্থানে সমাহিত করা হবে।

হাটহাজারীতে নিরাপত্তা রক্ষায় বিজিবি মোতায়েন

বৃহস্পতিবার মাদ্রাসার মজলিসে শুরার বৈঠকে আল্লামা শাহ আহমদ শফী স্বেচ্ছায় পদত্যাগ করেন। এরপর অসুস্থবোধ  করলে রাত ১২টার দিকে ফায়ার সার্ভিসের একটি অ্যাম্বুলেন্সে করে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তার অবস্থা অবনতি হলে শুক্রবার বিকালে সেখান থেকে ঢাকার আসগর আলী হাসপাতালে নেওয়া হয়। সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ওই হাসপাতালে মারা যান। শনিবার সকাল ৯টায় হাটহাজারী মাদরাসায় আল্লামা শফীর মরদেহ আনা হয়। বর্তমানে উনার মরদেহ মাদ্রাসা মাঠে রাখা হয়েছে। সেখানে শেষ বারের মতো তাঁকে দেখছেন মাদ্রাসার ছাত্র এবং তার ভক্তরা। হাটহাজারীতে নিরাপত্তা রক্ষায় বিজিবি মোতায়েন

এদিকে হেফাজত আমিরের জানাজায় উপস্থিত হতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মাদ্রাসার সাবেক ছাত্র ও হুজুরের ভক্তরা মাদ্রাসায় আসতেন। মাদ্রাসার মাঠ লোকে ভরপুর হয়ে যাওয়ার পর আশপাশের এলাকায়ও মানুষের ভিড় রয়েছে।

অন্যদিকে তার জানাজায় যেন অনাকাঙ্ক্ষিত কোনও ঝামেলা তৈরি না হয় সেজন্য হাটহাজারীতে ম্যাজিস্ট্রেট, পুলিশ, বিজিবি মোতায়েন করা হয়েছে। জেলা ম্যাজিস্ট্রেট (রুটিন দায়িত্ব) ইয়াসমিন পারভীন তিবরীজি লিখিত এক আদেশে  চার জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছেন। নির্বাহী ম্যাজিস্ট্রেটের পাশাপাশি মাঠে র‌্যাব, পুলিশ, বিজিবি মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন-

হেফাজত, বেফাক ও হাইআতুল উলয়ায় কে হচ্ছেন শফীর উত্তরসূরি? 

শফীর জানাজা পড়াবেন তার ছেলে মাওলানা ইউসুফ

‘হুজুরকে একনজর দেখতে এসেছি’

আল্লামা শফী মারা গেছেন

হাটহাজারী মাদ্রাসা থেকে আল্লামা শফীর পদত্যাগ

আনাস মাদানীকে হাটহাজারী মাদ্রাসা থেকে অব্যাহতি

শফিপুত্র মাদানীকে বহিষ্কারের দাবিতে বিক্ষুব্ধ হাটহাজারী মাদ্রাসা

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যশের ছবিটি ছেড়ে দিলেন কারিনা!
যশের ছবিটি ছেড়ে দিলেন কারিনা!
গাম্বিয়ার কৃষি খাতে বাংলাদেশের জনশক্তি রফতানির বিষয়ে আলোচনা
গাম্বিয়ার কৃষি খাতে বাংলাদেশের জনশক্তি রফতানির বিষয়ে আলোচনা
গাছবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ২ ইজিবাইকযাত্রী নিহত
গাছবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ২ ইজিবাইকযাত্রী নিহত
মুসলিমদের একাত্মতা ফিলিস্তিন সংকটের সমাধানে ভূমিকা রাখতে পারে: পররাষ্ট্রমন্ত্রী
মুসলিমদের একাত্মতা ফিলিস্তিন সংকটের সমাধানে ভূমিকা রাখতে পারে: পররাষ্ট্রমন্ত্রী
সর্বাধিক পঠিত
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে