X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

ভোমরা দিয়ে ৪ ট্রাকে এসেছে আরও ৯৬ টন পেঁয়াজ

সাতক্ষীরা প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০২০, ২৩:৫৪আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২০, ০৩:০৪

ভোমরা দিয়ে আসা ভারতীয় পেঁয়াজের ট্রাক

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে সোমবার (২১ সেপ্টেম্বর) ৫টি ট্রাকে করে দেশে ঢুকেছে ৯৬ মেট্রিক টন ভারতীয় পেঁয়াজ। এর আগে রবিবার (২০ সেপ্টেম্বর) ৫টি ট্রাকে ১০৮ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করা হয়। তবে, এসব পেঁয়াজের বেশিরভাগই নষ্ট বলে দাবি আমদানিকারকদের।এতে তারা আর্থিকভাবে  ক্ষতির সম্মুখীন হয়েছেন বলে দাবি করছেন। 

ভোমরা কাস্টমস সহকারী কমিশনারের কার্যালয়ের তথ্যানুযায়ী, সোমবার (২১ সেপ্টেম্বর) ৪টি ট্রাকে করে দেশে ঢুকেছে ৯৬ মেট্রিক টন ভারতীয় পেঁয়াজ। আর বাংলাদেশ থেকে ৩৪টি ট্রাকে করে বিভিন্ন মালামাল রফতানি হয়েছে। এর আগে রবিবার (২০ সেপ্টেম্বর) ৫টি ট্রাকে করে দেশে ঢুকেছে ১০৮ মেট্রিক টন এবং শনিবার (১৯ সেপ্টেম্বর) ৩১টি ট্রাকে ৯৩০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করা হয়।

এছাড়া গত মার্চ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত ভোমরা বন্দর দিয়ে ১ লাখ ৯৫৬ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়। মার্চে ১৮ হাজার ২১২ মেট্রিক টন, জুলাইয়ে ৩৮ হাজার ৩৩৮ মেট্রিক টন, আগস্টে ২৬ হাজার ৪৪৩ মেট্রিক টন এবং ১৩ সেপ্টেম্বরের পর্যন্ত ১৭ হাজার ৯৬৩ মেট্রিক টন পেঁয়াজ এসেছে। মাঝে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এপ্রিল, মে ও জুনে আমদানি কার্যক্রম বন্ধ ছিল।

ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম বলেন, আজ ৫টি ট্রাকে করে দেশে ঢুকেছে ৯৬ মেট্রিক টন ভারতীয় পেঁয়াজ। গত ১৪ সেপ্টেম্বর পর্যন্ত যে সমস্ত পেঁয়াজের ট্রাকের কাগজপত্র সম্পূর্ণ প্রস্তুত ছিল এমন ৪০টি পেঁয়াজের ট্রাক গত তিন দিনে ভোমরা বন্দরে প্রবেশ করেছে। তবে, ভারতে ঘোজাডাঙ্গায় প্রায় এক সপ্তাহ যাবত আটকে থাকায় এসব পেঁয়াজের বেশিরভাগই নষ্ট হয়ে গেছে। এর ফলে ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছেন।

তিনি আরও জানান, আরও ৭ থেকে ৮ ট্রাক পেঁয়াজ ছাড় করানো রয়েছে। সেগুলো পর্যায়ক্রমে ভোমরা বন্দরে প্রবেশ করবে। এছাড়া, এখনও দুই শতাধিক পেঁয়াজবাহী ট্রাক ভারতে আটকে রয়েছে। এরমধ্যে কিছু পেঁয়াজ ফিরে যাচ্ছে আর কিছু পেঁয়াজ সেখানে আনলোড করে স্থানীয়ভাবে বিক্রি করে ফেলছে ব্যবসায়ীরা। তবে, ভারতের সীমান্তের পারে অপেক্ষমাণ এসব ট্রাকভর্তি পেঁয়াজ রফতানির জন্য প্রস্তুত থাকলেও তা প্রবেশের অনুমতি দিচ্ছে না দেশটির সরকার।

ভোমরা স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা মহসিন হোসেন জানান, সোমবার বিকাল ৫টা পর্যন্ত মোট ৪ ট্রাক পেয়াঁজ ভোমরা বন্দরে প্রবেশ করেছে। এর আগে গত দুই দিনে এ বন্দর দিয়ে আরও ৩৬ ট্রাক পেঁয়াজ দেশে প্রবেশ করেছে। এ নিয়ে, গত তিন দিনে ৪০টি ট্রাকে প্রায় এক হাজার মেট্রিক টন পেঁয়াজ দেশে প্রবেশ করেছে বলে তিনি আরও জানান।

/টিএন/
সম্পর্কিত
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে সারা দেশে ছাত্রলীগের বিক্ষোভ
সুনাম ধরে রাখতে সাতক্ষীরায় ‘আম ক্যালেন্ডার’ ঘোষণা
নির্বাচনে অনিয়ম হলে কর্মকর্তাদের চাকরিচ্যুত করা হবে: ইসি হাবিব
সর্বশেষ খবর
বিজেপি ও তৃণমূলের মাথাব্যথা এখন কম ভোটার উপস্থিতি
লোকসভা নির্বাচনবিজেপি ও তৃণমূলের মাথাব্যথা এখন কম ভোটার উপস্থিতি
দিনে টার্গেট, রাতে ট্রান্সফরমার চুরি করতে লাগে ২০-২৫ মিনিট
দিনে টার্গেট, রাতে ট্রান্সফরমার চুরি করতে লাগে ২০-২৫ মিনিট
আওয়ামী লীগ এখন শূন্য মুড়ির টিন: রিজভী
আওয়ামী লীগ এখন শূন্য মুড়ির টিন: রিজভী
বজ্রাঘাতে ৮ জেলায় ১০ জনের মৃত্যু
বজ্রাঘাতে ৮ জেলায় ১০ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র