X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

কুকুরের খামার গড়ে লাখ লাখ টাকা আয়

হেদায়েৎ হোসেন, খুলনা
২৩ সেপ্টেম্বর ২০২০, ১৩:১৯আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২০, ১৮:০৩

খাবার খাচ্ছে কুকুরগুলো খুলনার ডুমুরিয়া উপজেলার আমভিটা এলাকায় একা থাকেন খামারি মো. সাদিকুর রহমান গালিব। তার ছয় একর জমির বাড়িতে কোনও সীমানা প্রাচীর নেই। এ কারণে প্রতিনিয়ত চোরের উপদ্রব ছিল। নিজের ৯টি পুকুরের মাছ, বাগানের সবজি ও ফসল আর অন্যান্য গাছপালা নিরাপদ রাখতে কুকুর পালন শুরু করেন তিনি। ধীরে ধীরে তা রূপ নিয়েছে খামারে। এখান থেকে তার আয় এখন লাখ লাখ টাকা!

খামারে পাঁচ প্রজাতির ২৭টি কুকুর রয়েছে। এরমধ্যে কুকুর ছানা ৭টি। পাঁচটি মেয়েসহ জার্মান শেফার্ড প্রজাতির কুকুর ১৩টি। এরমধ্যে ৩টি ছানা। রট ওয়াইলার জাতের ২টি মেয়ে কুকুরসহ ৫টি কুকুর রয়েছে। এরমধ্যে ৪টি ছানা। পিটকুল টেরিয়ান প্রজাতির কুকুর ১টি মেয়েসহ ৩টি। লাসা আপসোর (তিব্বত) জাতের কুকুর ১টি মেয়েসহ ৩টি এবং স্পিড (জার্মানি) ১টি মেয়ে কুকুরসহ ৩টি।

নিয়মিত ভ্যাকসিন দেওয়া হয় কুকুরগুলোকে সাদিকুর রহমান গালিব শুরুতে দেশি কুকুরই রাখতেন। ২০১৫ সাল থেকে বিদেশি জাতের কুকুর রাখার পর খামারের চিত্র ইতিবাচকভাবে বদলে যায়। বিদেশি জাতের কুকুরের ছানার ক্রেতা বেশি। মজার ব্যাপার হলো, এগুলো মায়ের গর্ভে থাকতেই বিক্রি হয়ে যায়! টাকা আগাম দিয়ে যায় আগ্রহীরা। ভূমিষ্ঠ হওয়ার পর এসে সংগ্রহ করেন। এ পর্যন্ত ৮০টি কুকুর ছানা বিক্রি করে পেয়েছেন ১২ লাখ টাকা।

গালিব বাংলা ট্রিবিউনকে জানান, কুকুর পালনে প্রতি মাসে ৩০ হাজার টাকা ব্যয় হচ্ছে। প্রতিদিন দু’বেলা মুরগির মাংস দিয়ে খিচুড়ি রান্না করে খাওয়ানো হয়। মাঝে মধ্যে থাকে গরু ও খাসির মাংস। স্বাস্থ্য পরিচর্যার দিকে যথাযথভাবে খেয়াল রেখে নিয়ম করে কৃমিনাশক ট্যাবলেট ও প্রতি মাসে ভ্যাকসিন দেওয়া হয়।

বাড়ির নিরাপত্তায় নিয়োজিত করা যেতে পারে এসব পোষা কুকুর খামারি গালিব বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কুকুরের খামারে বেশি খরচ নেই। তবে লাভজনক। বেকার তরুণরা চাইলে এ ধরনের খামার করতে পারেন। এজন্য স্থান, আগ্রহ, যথাযথ সময় দেওয়া ও যত্ন নেওয়া প্রয়োজন।’

 

/জেএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রী-এমপির স্বজনদের বিরত রাখা নীতিগত সিদ্ধান্ত, আইনি নয়: কাদের
মন্ত্রী-এমপির স্বজনদের বিরত রাখা নীতিগত সিদ্ধান্ত, আইনি নয়: কাদের
আইপিএলের সময়ে হবে পিএসএল!
আইপিএলের সময়ে হবে পিএসএল!
বাড়ি ফেরার পথে বজ্রাঘাতে বাবুর্চির মৃত্যু, সারা রাত রাস্তায় পড়ে ছিল লাশ
বাড়ি ফেরার পথে বজ্রাঘাতে বাবুর্চির মৃত্যু, সারা রাত রাস্তায় পড়ে ছিল লাশ
বাড়িতে বিস্ফোরণে আহত স্কুলছাত্রী মারা গেছে
বাড়িতে বিস্ফোরণে আহত স্কুলছাত্রী মারা গেছে
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি