X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

মাদকবিরোধী অভিযানে ডোপ টেস্ট, ২৬ জনের মধ্যে পজিটিভ ১৫

সাতক্ষীরা প্রতিনিধি
২৪ সেপ্টেম্বর ২০২০, ১৩:২৯আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২০, ১৩:৪৩

সাতক্ষীরা জেলা সাতক্ষীরার কলারোয়া সীমান্তে মাদকবিরোধী অভিযানে ২৬ যুবককে আটক করা হয়েছে। আটক যুবকদের ডোপ টেস্ট করে ১৫ জনের শরীরে মাদকের উপস্থিতি পাওয়া গেছে। পুলিশ তাদের সঙ্গে নিয়ে মাদক বিক্রেতাদের ধরতে অভিযান চালাচ্ছে।

পুলিশ সূত্র জানায়, বুধবার বিকালে পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের নির্দেশনা এবং সার্বিক তত্ত্বাবধানে কলারোয়া থানার সীমান্তবর্তী এলাকায় এই অভিযান চালানো হয়। কলারোয়া থানা পুলিশ, জেলা গোয়েন্দা পুলিশ এবং পুলিশ লাইনসের চৌকস সদস্যেদের সমন্বয়ে গঠিত টিম এই অভিযান চালায়। সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহউদ্দিনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে অন্যদের মধ্যে ছিলেন– কলারোয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হারান চন্দ্র পাল, পুলিশ পরিদর্শক (ডিবি) মো. আজিজুর রহমান, এসআই মনিরুল ইসলাম, এসআই তনময়, এসআই সোহরাব হোসেন, এসআই রেজাউল করিমসহ পুলিশ সদস্যরা। সিভিল সার্জনের কার্যালয় সাতক্ষীরার মেডিক্যাল অফিসার জয়ন্ত সরকারও এ সময় উপস্থিত ছিলেন।

জানা গেছে, সাতক্ষীরা জেলার বিভিন্ন থানা, পার্শ্ববর্তী জেলা যশোর ও খুলনার মাদকসেবীরা কলারোয়া থানার সীমান্তবর্তী এলাকা কেড়াগাছী, সোনাবাড়িয়া, চন্দনপুরসহ জালালাবাদ ও ঝিকড়া এলাকায় এসে মাদক সেবন করছে এমন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাহ্যিক লক্ষণ বিবেচনায় এবং উপস্থিত ডাক্তারের পরামর্শে মোট ২৬ জনকে মাদকসেবী সন্দেহে ডোপ টেস্টের জন্য সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ডোপ টেস্ট শেষে ১৫ জনের পজিটিভ এবং ১১ জনের নেগেটিভ রিপোর্ট আসে।

মাদকসেবী প্রমাণিত ১৫ জনের বিরুদ্ধে কলারোয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।

 

/এমএএ/
সম্পর্কিত
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে সারা দেশে ছাত্রলীগের বিক্ষোভ
সুনাম ধরে রাখতে সাতক্ষীরায় ‘আম ক্যালেন্ডার’ ঘোষণা
নির্বাচনে অনিয়ম হলে কর্মকর্তাদের চাকরিচ্যুত করা হবে: ইসি হাবিব
সর্বশেষ খবর
রৌমারীতে চেয়ারম্যান প্রার্থীর ওপর প্রতিপক্ষের হামলা
রৌমারীতে চেয়ারম্যান প্রার্থীর ওপর প্রতিপক্ষের হামলা
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
‘স্বাভাবিক পরিবেশে বাঁচতে প্রত্যেককে গাছ রোপণ করতে হবে’
‘স্বাভাবিক পরিবেশে বাঁচতে প্রত্যেককে গাছ রোপণ করতে হবে’
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস