X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ ও হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন

যশোর প্রতিনিধি
২৯ সেপ্টেম্বর ২০২০, ০৩:১৫আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২০, ০৩:১৬

আদালত  
যশোর সদরের সালতা গ্রামের বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ ও হত্যার দায়ে হাবিবুর রহমান খাঁ নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক (জেলা ও দায়রা জজ) টিএম মুসা এক রায়ে এ সাজা দিয়েছেন।

এ মামলার অপর দুই আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেওয়া হয়েছে।

অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত হাবিবুর সালতা গ্রামের আবুল কাশেম খাঁর ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, সালতা গ্রামের শহর আলী শেখের মেঝ মেয়ে বাকপ্রতিবন্ধী রত্না একই গ্রামের আকবার মাস্টারের বাড়িতে কাজ করতেন। সেই সুবাদে হাবিবুর রহমান খাঁর সঙ্গে তার পরিচয়। মাঝে মধ্যে হাবিবুর তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যেত কাজের জন্য। ২০১৭ সালের ২৮ মে দুপুর ১২টার দিকে রত্নাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান হাবিবুর ও মন্টু। গ্রামের বুড়ো মার জঙ্গলের কাছে খায়রুল তাদের দেখে। এরপর রত্নার আর খোঁজ মেলেনি। খায়রুল ঘটনাটি মেয়ের বাবাকে জানান। এরপর থেকে হাবিবুর ও মন্টুকে গ্রামে আর পাওয়া যায়নি। ঘটনার তিনদিন পর ৩১ মে গ্রামের মেজের মোল্যার কবরস্থানে রত্নার লাশ পাওয়া যায়। পুলিশ সংবাদ পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। 

এ ব্যাপারে থানায় মামলা করতে গেলে পুলিশ গ্রহণ না করায় নিহতের বাবা শহর আলী শেখ ১৪ জুন হাবিবুর রহমান খাঁ ও মন্টুকে আসামি করে আদালতে মামলা করেন। আদালতের আদেশে ২ জুলাই কোতোয়ালি থানায় এটি নিয়মিত মামলা হিসেবে রুজু হয়। এ মামলার তদন্তকালে হাবিবুরের দেওয়া ১৬৪ ধারার জবানবন্দির তথ্য যাচাই বাছাই করে ঘটনার সঙ্গে জড়িত থাকায় হাবিবুর, মন্টু ও ইকবালকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেওয়া হয়। দীর্ঘ সাক্ষ্য গ্রহণ শেষে আসামি হাবিবুর রহমান খাঁর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জারিমানা, অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। 

সাজাপ্রাপ্ত হাবিবুর রহমান খাঁ কারাগারে আটক রয়েছে।

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী