X
শুক্রবার, ১৭ মে ২০২৪
৩ জ্যৈষ্ঠ ১৪৩১

বিয়ে করতে বলায় প্রেমিকার গলায় ছুরি চালায় ইয়াছিন

নোয়াখালী প্রতিনিধি
০১ অক্টোবর ২০২০, ২১:৪৩আপডেট : ০২ অক্টোবর ২০২০, ০১:২৭

গ্রেফতার ইয়াছিন আরাফাত (২৬) ও মো. রাসেল (২৪) নোয়াখালীতে গলা কেটে হত্যা করা হতভাগ্য তরুণীর পরিচয় মিলেছে। তার নাম শাহানা (২৫)। এ ঘটনায় হত্যাকারী সন্দেহে বেগমগঞ্জ উপজেলার কেন্দুরবাগ এলাকা থেকে ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে বৃহস্পতিবার (১ অক্টোবর) দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তাদের নাম ইয়াছিন আরাফাত (২৬) ও মো. রাসেল (২৪)।

জেলার সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের চরকরমুল্যা গ্রামের একটি ডোবা থেকে বুধবার বস্তাবন্দি অবস্থায় ওই তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত শাহানা (২৫) চাঁদপুর জেলার পুরান বাজার গ্রামের শাহ আলম এর মেয়ে। এ ঘটনায় বুধবার বাংলা ট্রিবিউনে ‘নিহত বস্তাবন্দি তরুণীর পরিচয় জানে না কেউ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।

গ্রেফতারকৃতরা হলো, বেগমগঞ্জ উপজেলার কেন্দুরবাগ গ্রামের বাগারি বাড়ির মৃত জামাল উদ্দিনের ছেলে ইয়াছিন আরাফাত (২৬) ও একই এলাকার চৌকিদার বাড়ির মো. আব্দুল মালেকের ছেলে মো. রাসেল (২৪)।

এ ঘটনায় পুলিশ অভিযুক্ত দুই আসামিকে বিচারিক আদালতে হাজির করলে গ্রেফতারকৃত আসামিরা নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে খুনের দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। পরে আদালত তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর উদ্দিন বলেন, নিহত শাহানার সঙ্গে মুঠোফোনে ইয়াছিন আরাফাতের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ সম্পর্কের সূত্র ধরে কয়েকবার শাহানা প্রেমিক ইয়াছিন আরাফাতের উদ্দেশ্যে চাঁদপুর থেকে নোয়াখালীতে আসে। সর্বশেষ গত ২৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) সে নোয়াখালী আসে। একপর্যায়ে শাহানা তাকে বিয়ে করতে ইয়াছিন আরাফাতকে চাপ দেয়। বিয়ে করার কথা নিয়ে দুই জনের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে ইয়াছিন আরাফাত ও তার সহযোগী মো. রাসেল কৌশলে শাহানাকে নোয়ান্নই ইউনিয়নের খন্দকার স’মিলের পেছনের একটি তিনতলা পরিত্যক্ত ভবনে নিয়ে হাত-পা বেঁধে গলা কেটে হত্যা করে বস্তায় ঢুকিয়ে লাশ নোয়ান্নই ইউনিয়নের চরকরমুল্যা গ্রামের একটি ডোবার মধ্যে ফেলে আসে।

তিনি আরও জানান, পুলিশ মরদেহ উদ্ধার শেষে ঘটনা ঘটার ২৪ ঘণ্টার মধ্যে সম্পূর্ণ ক্লুলেস এ হত্যাকাণ্ডের রহস্য মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে উদ্ধার করে। এরপর হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ডসহ দুই আসামিকে গ্রেফতার করে।

উল্লেখ্য, এর আগে গতকাল বুধবার দুপুর ১টায় পুলিশ সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের ৫নং ওয়ার্ডের চরকরমুল্যা গ্রামের একটি ডোবা থেকে বস্তাবন্দি অবস্থায় ওই তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার করে।

/টিএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া-চীন বাণিজ্য নিয়ে পুতিন-শির বৈঠক
রাশিয়া-চীন বাণিজ্য নিয়ে পুতিন-শির বৈঠক
বেনাপোলে পাঁচ দিন বন্ধ থাকবে আমদানি-রফতানি
বেনাপোলে পাঁচ দিন বন্ধ থাকবে আমদানি-রফতানি
যুক্তরাষ্ট্রে পৌঁছে গেছে বাংলাদেশ
যুক্তরাষ্ট্রে পৌঁছে গেছে বাংলাদেশ
যুক্তরাষ্ট্র ও ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ
টি-টোয়েন্টি বিশ্বকাপযুক্তরাষ্ট্র ও ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ
সর্বাধিক পঠিত
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারীদের বিরুদ্ধে আসতে পারে আইনি ব্যবস্থা
ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারীদের বিরুদ্ধে আসতে পারে আইনি ব্যবস্থা
ফুল দিয়ে বরণ, রিট দিয়ে শুরু কোন্দল!
চলচ্চিত্র শিল্পী সমিতিফুল দিয়ে বরণ, রিট দিয়ে শুরু কোন্দল!