X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

সিরাজগঞ্জে এজলাস বারান্দার ছাদ ধসে আহত ২

সিরাজগঞ্জ প্রতিনিধি
১৫ অক্টোবর ২০২০, ১৯:০৮আপডেট : ১৫ অক্টোবর ২০২০, ১৯:১৯

সিরাজগঞ্জে এজলাস বারান্দার ছাদ ধসে আহত ২ সিরাজগঞ্জ আদালতের এজলাস বারান্দার ছাদ ধসে বিচারপ্রার্থীসহ দুই জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরের দিকে জজকোর্ট ভবনের দ্বিতীয় তলায় জেলা ও দায়রা জজ আদালত বিচারকের এজলাসের বারান্দায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন, বেসরকারি সংস্থা ব্র্যাক সিরাজগঞ্জের বেলকুচি শাখা অফিসের কর্মকর্তা ও নাটোর জেলার বাসিন্দা মো. শরিফুল ইসলাম (৫০) ও আইনজীবীর সহকারী এবং শহরের দিয়ার ধানগড়া মহল্লার বাসিন্দা আবির হোসেন (২২)। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় শরিফুল ইসলামকে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পেশকার শাহাদৎ হোসেন খান বলেন, আদালতে একটি মাদক মামলার শুনানি চলছিলো। এজলাসের বাইরের বারান্দায় অন্য মামলার বাদী ও সাক্ষীরা অবস্থান করছিলেন। দুপুরের দিকে হঠাৎ করেই ছাদের বেশ কিছু অংশ ধসে পড়ে। এতে দু’জন আহত হয়েছেন।

সিরাজগঞ্জে এজলাস বারান্দার ছাদ ধসে আহত ২ আইনজীবী, আইনজীবীর সহকারী ও বিচারপ্রার্থীসহ অনেকেই বলেন, আদালত ভবনটির ছাদের বিভিন্ন অংশে ফাঁটল রয়েছে। ছাদের ভেতরে পলেস্তারার রডগুলো মরিচা পড়েছে। কয়েক বছর আগেও ভবনটির নিচতলার ছাদের অংশবিশেষ ধসে পড়েছিলো। এ ভবনটি অত্যন্ত ঝুঁকির মধ্যে রয়েছে।

জেলা ও দায়রা জজ আদালতের নাজির নুর হোসেন বলেন, ১৯৮৭ সালের শেষের দিকে ভবনটি নির্মাণ হয়েছিলো।

সিরাজগঞ্জ গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী শাহিন রেজা বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ছাদের পলেস্তারার মাঝখানে বাতাস ঢোকার ফলে রডগুলোতে মরিচা পড়ে গেছে। ধারণা করা হচ্ছে এ কারণেই দুর্ঘটনা ঘটেছে। এটি পুরোপুরি সংস্কার করা প্রয়োজন বলে জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিজ বুদ্ধিমত্তায় যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
নিজ বুদ্ধিমত্তায় যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
 ‘রান আপের গতি আর হ্যান্ড সুইংয়ে বদল এনেই সাফল্য পাচ্ছি’
 ‘রান আপের গতি আর হ্যান্ড সুইংয়ে বদল এনেই সাফল্য পাচ্ছি’
প্রার্থীর পক্ষে প্রচারণা করায় হৃদরোগ ইনস্টিটিউটের চিকিৎসককে শোকজ
প্রার্থীর পক্ষে প্রচারণা করায় হৃদরোগ ইনস্টিটিউটের চিকিৎসককে শোকজ
ভৈরবে ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে একজন গ্রেফতার
ভৈরবে ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে একজন গ্রেফতার
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
আমার কাছে ৪৫টি বাচ্চা আছে, ডিবিকে বলেন নিয়ে যেতে: আদালতে মিল্টন সমাদ্দার
আমার কাছে ৪৫টি বাচ্চা আছে, ডিবিকে বলেন নিয়ে যেতে: আদালতে মিল্টন সমাদ্দার
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?