X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

বরিশালে নদী থেকে নারী কর্মকর্তাকে উদ্ধার

বরিশাল প্রতিনিধি
২১ অক্টোবর ২০২০, ২৩:২৩আপডেট : ২১ অক্টোবর ২০২০, ২৩:৪৫

বরিশাল

বরিশালের উজিরপুর উপজেলার কালিবাজার এলাকায় সন্ধ্যা নদী থেকে বরিশাল ডিভিশনাল কন্ট্রোলার অব একাউন্স অফিসের এক নারী কর্মকর্তাকে (২৮) উদ্ধার করেছে এলাকাবাসী। বুধবার (২১ অক্টোবর) রাত ৯টায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

তিনি ৩১তম বিসিএস ব্যাচের কর্মকর্তা। তার স্বামী বেসরকারি একটি ব্যাংকের কর্মকর্তা। নগরীর সদর রোডস্থ সেডোনা আবাসিক হোটেল সংলগ্ন এলাকায় তাদের বাসা।

ওই নারী কর্মকর্তা জানান, বুধবার বিকালে তিনি বাসযোগে বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুরের ইচলাদি বাসস্ট্যান্ড আসেন। এরপর হাঁটতে হাঁটতে শিকারপুর ব্রিজে যান। ব্রিজের মাঝ বরাবর যাওয়ার পর রেলিং থেকে নদী দেখছিলেন। এসময় তিনি নদীতে পড়ে যান। সাঁতার জানা থাকায় কোনোভাবে সাঁতরে তীরে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু কোনও নৌকা কিংবা কাউকে না দেখে ডাক-চিৎকারও দেন। এভাবে কিছুদূর যাওয়ার পর গ্রামবাসী তাকে উদ্ধার করেন।

নারী কর্মকর্তাকে উদ্ধার করা গ্রামবাসী জসিম বেপারী জানান, নদীর পাড় থেকে অন্ধকারের মধ্যে দেখতে পান হাত উঁচিয়ে কেউ বাঁচার চেষ্টা করছেন। এরপর ভালোভাবে দেখার চেষ্টা করেন। এসময় তার নজরে আসে এক মহিলা হাবুডুবু খাচ্ছেন। সঙ্গে সঙ্গে তিনি নৌকা ও ট্রলার নিয়ে ওই মহিলাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসেন এবং থানায় খবর দেন।

এ বিষয়ে উজিরপুর মডেল থানার ওসি জিয়াউলা আহসান বলেন, উদ্ধার নারী কর্মকর্তা বলছেন ব্রিজের ওপর থেকে তিনি মাথা ঘুরে পড়ে গেছেন। কিন্তু বিষয়টি সন্দেহজনক। তিনি অসুস্থ বিধায় বেশিকিছু জিজ্ঞাসা করা হয়নি। আরও জিজ্ঞাসাবাদ করা হবে। এছাড়া তার পরিবারের সদস্যদের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের স্বাধীন প্রবেশাধিকার নিশ্চিতের দাবি
সম্পাদক পরিষদ ও নোয়াবের বিবৃতিবাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের স্বাধীন প্রবেশাধিকার নিশ্চিতের দাবি
ডিপিএস এসটিএস স্কুল ঢাকার গ্র্যাজুয়েশন আয়োজন
ডিপিএস এসটিএস স্কুল ঢাকার গ্র্যাজুয়েশন আয়োজন
সুন্দরবনের খালে ভাসছে মৃত বাঘ, মারলো কারা?
সুন্দরবনের খালে ভাসছে মৃত বাঘ, মারলো কারা?
উন্নত বিশ্বের কারণে জলবায়ু পরিবর্তনে আমরা বেশি ক্ষতিগ্রস্ত: পরিবেশমন্ত্রী
উন্নত বিশ্বের কারণে জলবায়ু পরিবর্তনে আমরা বেশি ক্ষতিগ্রস্ত: পরিবেশমন্ত্রী
সর্বাধিক পঠিত
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
আজকের আবহাওয়া: তাপপ্রবাহ অব্যাহত থাকার আভাস
আজকের আবহাওয়া: তাপপ্রবাহ অব্যাহত থাকার আভাস