X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২

দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে হাসপাতালে নার্স আহত

সুনামগঞ্জ প্রতিনিধি
০৫ ডিসেম্বর ২০২০, ০৩:৩৬আপডেট : ০৫ ডিসেম্বর ২০২০, ০৩:৪৫

ঘটনার পরপর শ্রাবণীর কাছে ছুটে আসেন সহকর্মীরা সুনামগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের একজন নার্স দুর্বৃত্তের হামলায় আহত হয়েছেন। শুক্রবার (৪ ডিসেম্বর) রাত ১১টার দিকে এই ঘটনা ঘটে। সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল মালেক খান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

জানা গেছে, দুই দুর্বৃত্ত হাসপাতালের ছয় তলার নারী মেডিসিন ও সার্জারি ওয়ার্ডে এসে পারভীন নামে এক আয়াকে খুঁজতে থাকে। সে সময় ওই ওয়ার্ডে কর্তব্যরত সিনিয়র স্টাফ নার্স শ্রাবণী কুচ জানান পারভীন সেখানে নেই। এ সময় দুর্বৃত্তরা তার সঙ্গে কথা কাটাকাটিতে লিপ্ত হয় এবং একপর্যায়ে গালিগালাজ করে গলায় ধারালো অস্ত্র ধরে। তিনি আত্মরক্ষার্থে চিৎকার দিলে তার বাঁ হাতে ধারালো অস্ত্রের আঘাত করে পালিয়ে যায়। এ ঘটনার পরপর কর্তব্যরত নার্সরা হাসপাতালের নিচে এসে জমায়েত হন। তারা হাসপাতালের চিকিৎসকদের কোয়ার্টারে গিয়ে বিষয়টি আবাসিক চিকিৎসক ডা. রফিকুল ইসলামকে মৌখিকভাবে জানায়। ডা. রফিকুল শনিবার সকালে থানায় গিয়ে লিখিতভাবে জানানোর পরামর্শ দেন। পরে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নার্সদের সঙ্গে কথা বলে নিরাপত্তা নিশ্চিত করেন।

এ বিষয়ে আহত সিনিয়র স্টাফ নার্স শ্রাবণী কুচ জানান, অজ্ঞাত পরিচয় দুই যুবক তাকে অশোভন ভাষায় গালিগালাজ করে একপর্যায়ে গলায় ধারালো ছুরি ধরে। পরে তিনি আত্মরক্ষার্থে বাঁ হাত দিয়ে গলা থেকে ছুরি সরাতে গেলে দুর্বৃত্তরা আঘাত করে।

সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হবে। নার্সদের নিরাপত্তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এ ব্যাপারে সিনিয়র স্টাফ নার্স ও ওয়ার্ড সুপার ভাইজার আমেনা আক্তার বলেন, ‘বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।’

এ ব্যাপারে এসআই আব্দুল মালেক খান জানান, পুলিশ বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজধানীতে তাজিয়া মিছিল, কারবালার শোককে শক্তিতে পরিণত করার প্রত্যয়
রাজধানীতে তাজিয়া মিছিল, কারবালার শোককে শক্তিতে পরিণত করার প্রত্যয়
‘প্রত্যেক শিল্পীরই অভিনয়ে নিজেকে উন্নত করা জরুরি’
‘প্রত্যেক শিল্পীরই অভিনয়ে নিজেকে উন্নত করা জরুরি’
বিশেষ অভিযানে সারা দেশে গ্রেফতার ১৪৫৪
বিশেষ অভিযানে সারা দেশে গ্রেফতার ১৪৫৪
ট্রাম্পের সঙ্গে সর্বশেষ ফোনালাপকে সবচেয়ে ফলপ্রসূ বললেন জেলেনস্কি
ট্রাম্পের সঙ্গে সর্বশেষ ফোনালাপকে সবচেয়ে ফলপ্রসূ বললেন জেলেনস্কি
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক