X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে হাসপাতালে নার্স আহত

সুনামগঞ্জ প্রতিনিধি
০৫ ডিসেম্বর ২০২০, ০৩:৩৬আপডেট : ০৫ ডিসেম্বর ২০২০, ০৩:৪৫

ঘটনার পরপর শ্রাবণীর কাছে ছুটে আসেন সহকর্মীরা সুনামগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের একজন নার্স দুর্বৃত্তের হামলায় আহত হয়েছেন। শুক্রবার (৪ ডিসেম্বর) রাত ১১টার দিকে এই ঘটনা ঘটে। সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল মালেক খান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

জানা গেছে, দুই দুর্বৃত্ত হাসপাতালের ছয় তলার নারী মেডিসিন ও সার্জারি ওয়ার্ডে এসে পারভীন নামে এক আয়াকে খুঁজতে থাকে। সে সময় ওই ওয়ার্ডে কর্তব্যরত সিনিয়র স্টাফ নার্স শ্রাবণী কুচ জানান পারভীন সেখানে নেই। এ সময় দুর্বৃত্তরা তার সঙ্গে কথা কাটাকাটিতে লিপ্ত হয় এবং একপর্যায়ে গালিগালাজ করে গলায় ধারালো অস্ত্র ধরে। তিনি আত্মরক্ষার্থে চিৎকার দিলে তার বাঁ হাতে ধারালো অস্ত্রের আঘাত করে পালিয়ে যায়। এ ঘটনার পরপর কর্তব্যরত নার্সরা হাসপাতালের নিচে এসে জমায়েত হন। তারা হাসপাতালের চিকিৎসকদের কোয়ার্টারে গিয়ে বিষয়টি আবাসিক চিকিৎসক ডা. রফিকুল ইসলামকে মৌখিকভাবে জানায়। ডা. রফিকুল শনিবার সকালে থানায় গিয়ে লিখিতভাবে জানানোর পরামর্শ দেন। পরে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নার্সদের সঙ্গে কথা বলে নিরাপত্তা নিশ্চিত করেন।

এ বিষয়ে আহত সিনিয়র স্টাফ নার্স শ্রাবণী কুচ জানান, অজ্ঞাত পরিচয় দুই যুবক তাকে অশোভন ভাষায় গালিগালাজ করে একপর্যায়ে গলায় ধারালো ছুরি ধরে। পরে তিনি আত্মরক্ষার্থে বাঁ হাত দিয়ে গলা থেকে ছুরি সরাতে গেলে দুর্বৃত্তরা আঘাত করে।

সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হবে। নার্সদের নিরাপত্তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এ ব্যাপারে সিনিয়র স্টাফ নার্স ও ওয়ার্ড সুপার ভাইজার আমেনা আক্তার বলেন, ‘বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।’

এ ব্যাপারে এসআই আব্দুল মালেক খান জানান, পুলিশ বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
টিভিতে আজকের খেলা (২ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২ মে, ২০২৪)
ঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!