X
রবিবার, ২৬ মে ২০২৪
১২ জ্যৈষ্ঠ ১৪৩১

চাঁদপুরে প্রথম নারী জেলা প্রশাসক

চাঁদপুর প্রতিনিধি
১৮ ডিসেম্বর ২০২০, ০৯:৪৬আপডেট : ১৮ ডিসেম্বর ২০২০, ০৯:৪৭

অঞ্জনা খান মজলিস চাঁদপুরের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন অঞ্জনা খান মজলিস। যোগদান করার পর তিনি হবেন জেলার প্রথম নারী জেলা প্রশাসক। বর্তমানে তিনি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব পদে রয়েছেন। তিনি চাঁদপুরের ২১তম জেলা প্রশাসক হিসেবে যোগদান করবেন।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপনের মাধ্যমে চাঁদপুরের জেলা প্রশাসকসহ দেশের ১১টি জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেয়।

এক প্রতিক্রিয়ায় নতুন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস বলেন, ‘চাঁদপুরের প্রথম নারী জেলা প্রশাসক হওয়া এটি আমার সৌভাগ্য। সরকার আমাকে নিয়োগ করেছেন। আশা করি, এখানে সরকারের কাজগুলো সঠিকভাবে সম্পন্ন করার জন্য চাঁদপুরবাসী আমাকে সহযোগিতা করবেন। আপনাদের সবার সহযোগিতা নিয়ে আমি সুন্দরভাবে কাজগুলো করতে চাই।’

তিনি বলেন, ‘মাত্র অর্ডারটি হয়েছে। আমরা কেবিনেট থেকে নির্দেশনা পাবো। সে অনুযায়ী যোগদান করবো।’

নতুন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস ২০০৩ সালে ২২তম বিসিএস প্রশাসনের-এর মাধ্যমে চাকরিতে যোগদান করেন। দেশের বিভিন্ন স্থানে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তিনি মানিকগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক এবং পরবর্তীতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তিনি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব দায়িত্ব পালনের মধ্য দিয়ে তিনি চাঁদপুরের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন।

অপরদিকে চাঁদপুরের বর্তমান ডিসি মো. মাজেদুর রহমান খানকে মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব করা হয়েছে। গত ২০১৮ সালের ২৫ ফেব্রুয়ারি নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ পান মাজেদুর রহমান খান।

উল্লেখ্য, জেলা পর্যায়ে জেলা প্রশাসকই সর্বোচ্চ ব্যক্তি হিসেবে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিত্ব করেন। ডিসিরা জেলার সাধারণ প্রশাসনিক কার্যক্রম, জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে জেলার আইনশৃঙ্খলা রক্ষা এবং কালেক্টর হিসেবে ভূমি ব্যবস্থাপনার বিষয়গুলো তদারকি করেন। এছাড়া সরকারের বিশেষ কর্মসূচি এবং চলমান উন্নয়নমূলক কাজে জেলা প্রশাসক তদারকি করেন।

 

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তরুণদের বন্যপ্রাণীর ক্ষতি না করার শপথ করালেন প্রধান বন সংরক্ষক
তরুণদের বন্যপ্রাণীর ক্ষতি না করার শপথ করালেন প্রধান বন সংরক্ষক
অতিরিক্ত যাত্রী নিয়ে মোংলায় ট্রলারডুবি
অতিরিক্ত যাত্রী নিয়ে মোংলায় ট্রলারডুবি
প্রতীক জটিলতায় স্থগিত হওয়া সেই ইউপিতে চলছে ভোটগ্রহণ
প্রতীক জটিলতায় স্থগিত হওয়া সেই ইউপিতে চলছে ভোটগ্রহণ
রাশিয়া ও ইউক্রেনে পাল্টাপাল্টি হামলায় নিহত ১০
রাশিয়া ও ইউক্রেনে পাল্টাপাল্টি হামলায় নিহত ১০
সর্বাধিক পঠিত
ব্যক্তি পর্যায়ের কর হার বাড়বে
ব্যক্তি পর্যায়ের কর হার বাড়বে
‘তুফান’র গানে প্রীতম, আছেন পর্দায়ও!
‘তুফান’র গানে প্রীতম, আছেন পর্দায়ও!
এমপি আনার হত্যা: কে এই সিলিস্তা রহমান?
এমপি আনার হত্যা: কে এই সিলিস্তা রহমান?
সর্বজনীন পেনশন স্কিমে যুক্ত হলেন কেএসআরএমের ১ হাজার কর্মকর্তা-কর্মচারী
সর্বজনীন পেনশন স্কিমে যুক্ত হলেন কেএসআরএমের ১ হাজার কর্মকর্তা-কর্মচারী
রঙমিস্ত্রি থেকে যেভাবে এমপি আনার হত্যায় জড়ায় জিহাদ
রঙমিস্ত্রি থেকে যেভাবে এমপি আনার হত্যায় জড়ায় জিহাদ