X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে করোনার টিকা বণ্টনে শিগগিরই তালিকা

রাজশাহী প্রতিনিধি
০৪ জানুয়ারি ২০২১, ২২:৩০আপডেট : ০৪ জানুয়ারি ২০২১, ২২:৩০

রাজশাহীতে করোনাভাইরাসের প্রতিষেধক (টিকা) বণ্টনের জন্য শিগগিরই তালিকা প্রণয়নের কাজ শুরু হবে। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, প্রশাসনের কর্মকর্তা ও সাংবাদিকরা টিকা প্রাপ্তির ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। তবে টিকা প্রাপ্যতার ভিত্তিতে প্রাধিকার নির্ধারণ করা হবে।

সোমবার (৪ জানুয়ারি) রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে করোনাভাইরাস ভ্যাকসিন প্রদান কার্যক্রম সুষ্ঠুভাবে ব্যবস্থাপনা সংক্রান্ত  জেলা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় কমিটির উপদেষ্টা রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন  কমিটির সভাপতি জেলা প্রশাসক আবদুল জলিল।

জেলা প্রশাসকের কার্যালয়ের সূত্র জানায়, সভায় সিদ্ধান্ত হয়েছে— স্বাস্থ্যকর্মীরা দ্রুত এই তালিকা প্রণয়নের কাজ করবেন। এরপর প্রত্যেককে একটি করে কার্ড প্রদান করা হবে। সেই কার্ড নিয়ে গিয়ে তালিকাভুক্তরা টিকা গ্রহণ করতে পারবেন।

সভায় সিদ্ধান্ত অনুযায়ী, রাজশাহী জেলা কমিটি সব উপজেলা কমিটির সঙ্গে সমন্বয় করে করোনার ভ্যাকসিন বণ্টনের ব্যবস্থা করবে।

তবে রাজশাহী মহানগর এলাকায় রাজশাহী সিটি করপোরেশনের গঠিত পৃথক ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, টিকা বণ্টন করা হবে। প্রয়োজনে রাজশাহী জেলা কমিটি এবং রাজশাহী সিটি করপোরেশনের ব্যবস্থাপনা কমিটি যৌথভাবে বসে টিকা বণ্টনে অধিকতর সমন্বয় করবে। টিকা বণ্টনকালে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি নিশ্চিত করার ওপরও গুরত্বারোপ করা হয়।

জেলা কমিটির সভায় রাজশাহীর সিভিল সার্জন ডা. মো. কাইয়ুম তালুকদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ শরিফুল হকসহ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খিলগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
খিলগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
‘দাবদাহের মধ্যে কষ্ট হলেও মানুষ ভোট দিতে আসবে’
‘দাবদাহের মধ্যে কষ্ট হলেও মানুষ ভোট দিতে আসবে’
ইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
প্রয়াণ দিনে স্মরণইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড