X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুর প্রতিনিধি
১১ জানুয়ারি ২০২১, ১৮:৫৫আপডেট : ১১ জানুয়ারি ২০২১, ১৮:৫৫

গাজীপুরের টঙ্গী বিসিক এলাকায় রেডিসন ফ্যাসন লি. নামে একটি পোশাক কারখানার বিক্ষুব্ধ শ্রমিকরা বিসিক আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। ওই কারখানায় শ্রমিক নির্যাতনের প্রতিবাদে তারা এ কর্মসূচি পালন করছেন বলে জানা গেছে। খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে এসে লাঠিচার্জ করলে তিন শ্রমিক আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সোমবার (১১ জানুয়ারি) দুপুরে ওই কারখানার সামনের সড়কে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন– অপারেটর সানি হোসেন, আসমা আক্তার এবং রোমানা আক্তার।

কারখানার শ্রমিক রিপা ও জামানসহ অন্য শ্রমিকরা জানান, লাইনচিফ সোলায়মান কারখানার বাইরে বহিরাগত সন্ত্রাসী দিয়ে বিভিন্ন সময় শ্রমিক রনিকে মারধর ও নারী শ্রমিকদের বিভিন্নভাবে হয়রানি করেন। ঘটনাটি জানাজানি হলে শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে কারখানা কর্তৃপক্ষের কাছে লাইনচিফের বিচার দাবি করেন। কর্তৃপক্ষ লাইনচিফ সোলায়মানের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় শ্রমিকেরা রবিবার কারখানার প্রধান ফটকে অবস্থান কর্মসূচি পালন করেন। ওইদিনই কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করেন।  সোমবার সকালে শ্রমিকরা সংঘবদ্ধ হয়ে লাইনচীফকে বহিষ্কার ও শ্রমিক নির্যাতনের প্রতিবাদে কারখানার প্রধান ফটকে বিক্ষাভ করেন। সে সময় পুলিশ ঘটনাস্থলে এসে শ্রমিকদের ওপর লাঠিচার্জ করলে তিন শ্রমিক আহত হন। পরে শ্রমিকরা কারখানার সামনে বিসিক আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

রেডিসন ফ্যাশনের প্রশাসনিক কর্মকর্তা মাকসুদ জানান, কারখানার ভেতরে কোনও শ্রমিককে মারধর করা হয়নি, এটা বাইরের ঘটনা।  শ্রমিকরা বেআইনিভাবে ধর্মঘট করায় কারখানা কর্তৃপক্ষ অনিদিষ্টকালের জন্য কারখানা বন্ধের সিদ্ধান্ত নেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) উপকমিশনার নূরে আলম ও টঙ্গী জোনের এডিসি শাহদাৎ হোসেন ঘটনাস্থলে যান। তারা শ্রমিকদের কথা শুনে অভিযুক্ত সোলায়মানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে শ্রমিকরা শান্ত হন।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিউনিসিয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া ৮ যুবকের লাশের অপেক্ষায় স্বজনরা
তিউনিসিয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া ৮ যুবকের লাশের অপেক্ষায় স্বজনরা
‘বাংলাদেশ ও ভারত একই লক্ষ্যে এগোচ্ছে’
‘বাংলাদেশ ও ভারত একই লক্ষ্যে এগোচ্ছে’
এবার ফিলিস্তিনপন্থি বিক্ষোভে সরব কানাডার বিশ্ববিদ্যালয়গুলো
এবার ফিলিস্তিনপন্থি বিক্ষোভে সরব কানাডার বিশ্ববিদ্যালয়গুলো
প্রত্যেক বস্তা থেকে সরানো হয় চাল, ডিলারের বিরুদ্ধে থানায় মামলা
প্রত্যেক বস্তা থেকে সরানো হয় চাল, ডিলারের বিরুদ্ধে থানায় মামলা
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি