X
রবিবার, ০৫ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

শিশুর শরীর অ্যাসিডে ঝলসে দেওয়ার অভিযোগ

গাজীপুর প্রতিনিধি
১৩ জানুয়ারি ২০২১, ০০:০২আপডেট : ১৩ জানুয়ারি ২০২১, ০০:০৭

গাজীপুরের কাপাসিয়ায় আফিয়া আক্তার মীম (৬) নামে এক শিশুকে অ্যাসিড ঢেলে যৌনাঙ্গ ও কান ঝলসে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে প্রতিবেশীর বিরুদ্ধে। কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলম চাঁদ জানান, এ ঘটনায় মঙ্গলবার (১২ জানুয়ারি) শিশুটির বাবা শামসুন্নাহার (৩২) নামে এক প্রতিবেশী নারীকে অভিযুক্ত করে থানায় অভিযোগ দায়ের করেছেন।

মীম কাপাসিয়া উপজেলার বড়হর গ্রামের ইমরান হোসেনের মেয়ে।

শিশুটির চাচা আরমান হোসেন জানান, ৮ জানুয়ারি বিকালে তিনি বড় ভাই ইমরানের শিশুকন্যাকে নিয়ে নিজ বাড়ির উঠানে রোদ পোহাচ্ছিলেন। সে সময় শিশুটির মা এবং দাদিও সঙ্গে ছিলেন। সেখানে প্রতিবেশী শামসুন্নাহার রোদ পোহাতে আসেন। পরে শিশুর মা এবং দাদি শামসুন্নাহারের কোলে শিশুটিকে রেখে বাড়ির অন্য কাজে চলে যান। একপর্যায়ে শিশুটির কানে এবং যৌনাঙ্গে অ্যাসিড ঢেলে পালিয়ে যান শামসুন্নাহার। এ সময় শিশুটি চিৎকার শুরু করলে বাড়ির লোকজন দৌড়ে এসে তার কান এবং পরনের হাফ প্যান্ট থেকে ধোঁয়া উড়তে দেখেন। পরে শিশুটিকে পরিবারের সদস্যরা স্থানীয় একটি হাসপাতাল এবং পরে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসকরা সেখান থেকে তাকে ঢাকার বারডেম হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসা শেষে ১১ জানুয়রি সোমবার স্বজনরা শিশুটিকে আবার কাপাসিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সালাম সরকার জানান, শিশুটির ডান কানে ও যৌনাঙ্গে অ্যাসিডে দগ্ধ হওয়ার মতো লক্ষণ রয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

ওসি জানান, ঘটনা তদন্তে একজন উপপরিদর্শককে (এসআই) দায়িত্ব দেওয়া হয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে মঙ্গলবার দুপুরে একজনকে আটক করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
হাল্যান্ডে লণ্ডভণ্ড উলভস
হাল্যান্ডে লণ্ডভণ্ড উলভস
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
নিষ্পত্তির অপেক্ষায় হেফাজতের ২০৩ মামলা
নিষ্পত্তির অপেক্ষায় হেফাজতের ২০৩ মামলা
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ