X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

পৃথক দুর্ঘটনায় নারীসহ নিহত ২

ময়মনসিংহ ও পটুয়াখালী প্রতিনিধি
২০ জানুয়ারি ২০২১, ১৬:৩৪আপডেট : ২০ জানুয়ারি ২০২১, ১৬:৩৪

ময়মনসিংহের ত্রিশাল ও পটুয়াখালীর মহিপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ দুই জন নিহত হয়েছেন। বুধবার (২০ জানুয়ারি) দুপুরে দুর্ঘটনা সংঘটিত হয়।

ময়মনসিংহ প্রতিনিধি জানান, ত্রিশালে বালিপাড়া রোডে সিএনজিচালিত দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ফাতেমা বেগম (৫০) নামে এক নারী নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচ জন। আহতরা হলেন, ময়মনসিংহ সদর উপজেলার বুলবুল (৩৫), নান্দাইল উপজেলার চৈইতন খালী এলাকার একই পরিবারের বাদশা (২২) জীবন নাহার (২৫) মীম আক্তার (১৭) ও নান্দাইল উপজেলার চরছিরামপুরের আলাউদ্দিন (৪৫)।

দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন ত্রিশাল থানার ওসি মাহমুদুল হাসান। তিনি বলেন, বালীপাড়া রোডের কর্তাখালীর পাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এলাকাবাসীর থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিস টিমের সদস্যরা গিয়ে লাশ উদ্ধার করে ত্রিশাল থানা পুলিশের কাছে হস্তান্তর করে। পরে আহতদের উদ্ধার করে চিৎকিসার জন্য ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

অন্যদিকে পটুয়াখালী প্রতিনিধি জানান, মহিপুরে গাছ বোঝাই টমটম উল্টে বাবুল (১১) নামের এক শিশু নিহত হয়। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে ওই শিশুর বাবা রুহুল আমিন। সদর ইউনিয়নের নিজশিববাড়িয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, সকালে রুহুল আমিন ও তার ছেলে বাবুল মোয়াজ্জেমপুর গ্রামের নিজ বাড়ি থেকে বেশ কিছু গাছ নিয়ে টমটম (থ্রি হুইলার) যোগে মহিপুরে যাচ্ছিলো। এসময় নিজশিববাড়িয়া মুলাম সংলগ্ন এলাকায় পৌঁছালে টমটমটি উল্টে সড়কের পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাবুলের মৃত্যু হয়। স্থানীয়রা তাৎক্ষণিক রুহুল আমিনকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে। এলাবাসীর অভিযোগ, বেশ কয়েক বছর ধরে সড়কের ভগ্ন দশায় এ দুর্ঘটনা ঘটেছে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খিলগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
খিলগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
‘দাবদাহের মধ্যে কষ্ট হলেও মানুষ ভোট দিতে আসবে’
‘দাবদাহের মধ্যে কষ্ট হলেও মানুষ ভোট দিতে আসবে’
ইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
প্রয়াণ দিনে স্মরণইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড