X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে করোনার টিকা দেওয়ার প্রস্তুতি চলছে

রাজশাহী প্রতিনিধি
২৩ জানুয়ারি ২০২১, ১২:১৪আপডেট : ২৩ জানুয়ারি ২০২১, ১৩:০৮

করোনার টিকা দেওয়ার জন্য নগরীসহ রাজশাহী জেলায় প্রস্তুতি নেওয়া হচ্ছে। সব প্রস্তুতি শেষ করে সামনে মাসেই টিকা প্রয়োগ কার্যক্রম শুরু হবে। এখন চলছে তালিকা তৈরি এবং টিকা প্রয়োগ কার্যক্রমের সংশ্লিষ্টদের প্রশিক্ষণের কাজ। করোনা ভাইরাসের প্রথম এ টিকার পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে মানুষের মধ্যে তৈরি হয়েছে কৌতুহল ও সংশয়। তবে সংশ্লিষ্টরা বলছেন, প্রত্যেক টিকারই সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে। এক্ষেত্রেও হয়তো সাধারণ কিছু প্রতিক্রিয়া দেখা যেতে পারে। 
রাজশাহী মহানগর ও জেলা টিকা প্রয়োগ কমিটির তথ্য মতে, করোনার টিকা প্রয়োগকে কেন্দ্রে করে সরকারি নির্দেশনা অনুযায়ী সব রকম প্রস্তুতি নেওয়া হচ্ছে। সরকারিভাবে প্রয়োগকৃত টিকার জন্য কোনও মূল্যে পরিশোধ করতে হবে না টিকা গ্রহীতাকে। রাজশাহী নগরীতে করোনার টিকা প্রয়োগের জন্য প্রস্তুত করা হয়েছে চারটি কেন্দ্র। এই চার কেন্দ্রে মোট ১৬টি বুথে করোনার টিকা দেওয়া হবে। কেন্দ্রগুলো হচ্ছে, রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল, রাজশাহী সিটি করপোরেশন নগর ভবন, রাজশাহী পুলিশ লাইন হাসপাতাল ও রাজশাহী সেনানিবাস হাসপাতাল। এর বাইরে জেলা পর্যায়ে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রগুলোয় টিকা দেওয়ার জন্য প্রস্তুত করা হচ্ছে। অন্যান্য ইপিআই কার্যক্রমের চেইনের আদলেই টিকা দেওয়া হবে।
টিকার পার্শ্ব প্রতিক্রিয়া সর্ম্পকে রাজশাহী সিভিল সার্জন কাইয়ুম তালুকদার জানান, প্রত্যেক টিকারই কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে। জ্বর আসে, ব্যথা হয়। সেক্ষেত্রে এরকম প্রতিক্রিয়া দেখা গেলে অন্যান্য স্বাভাবিক টিকার মতো ব্যবস্থা নেওয়া হবে। করোনা টিকা নিয়ে কেউ মারা যাবে না। 
তিনি আরও জানান, করোনা টিকা অগ্রাধিকার ভিত্তিতে স্বাস্থ্যকর্মীরা আগে পাবেন। কেননা করোনা আক্রান্ত হয়ে অনেক স্বাস্থ্যকর্মী মারা গেছেন। কাউকে জোর করে টিকা দেওয়া হবে না। সাধারণ লোকজনকেও টিকা দেওয়াও হবে না। যারা টিকা নিতে ইচ্ছুক তারা নির্দিষ্ট নিয়মে আবেদন করবেন। কেন্দ্র থেকে যাচাই-বাছাই করে যার টিকা প্রয়োজন অগ্রাধিকার ভিত্তিতে তাকে টিকা দেওয়া হবে। 
রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) এর প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এফএএম আঞ্জুমান আরা বেগম জানান, নগরীতে টিকা প্রদান কমিটি নির্দেশনা অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে। যারা টিকা নিতে আগ্রহী তাদের তালিকাও তৈরি করা হচ্ছে। আর কয়েক দিনের মধ্যেই এই তালিকা তৈরির কাজ সম্পন্ন হবে। এখন পর্যন্ত প্রায় ৭ হাজার মানুষের তালিকা তৈরি করা হয়েছে। 
তিনি আরও জানান, টিকার পার্শ্ব প্রতিক্রিয়ার পরবর্তী করণীয় বিষয়গুলো রামেক হাসপাতালেই হবে। আর টিকা নিয়ে সাধারণ মানুষের এত সংশয়ের কিছু নেই। কেননা সাধারণ মানুষ এখন টিকা পাবে না। অগ্রাধিকার ভিত্তিতে যাদের টিকা প্রয়োজন তারাই টিকা নিতে পারবেন। জোর করে কাউকে টিকা দেওয়া হবে না। 

 

/এসটি/
সম্পর্কিত
করোনা শনাক্তের হার ৮ শতাংশ ছাড়ালো
দেশে করোনার নতুন ভ্যারিয়েন্ট জেএন.১ শনাক্ত
দ্রুত করোনার টিকা দেওয়ার নির্দেশ
সর্বশেষ খবর
জেসি অনভিজ্ঞ বলেই আপত্তি ছিল মোহামেডান-প্রাইম ব্যাংকের
জেসি অনভিজ্ঞ বলেই আপত্তি ছিল মোহামেডান-প্রাইম ব্যাংকের
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
শেখ জামালের জন্মদিন আজ
শেখ জামালের জন্মদিন আজ
জাতীয় আইনগত সহায়তা দিবস আজ
জাতীয় আইনগত সহায়তা দিবস আজ
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু