X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

গভীর রাতে আ.লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থীর বাসার সামনে গুলি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৫ জানুয়ারি ২০২১, ১৯:১৬আপডেট : ২৫ জানুয়ারি ২০২১, ১৯:১৬

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে এক কাউন্সিলর প্রার্থীর বাসার সামনে গভীর রাতে গুলি ছোড়া হয়েছে। রবিবার (২৫ জানুয়ারি) গভীর রাতে নগরীর আলকারণ এলাকায় ৩৩ নম্বর ফিরিঙ্গি বাজার ওয়ার্ডের আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী মো. সালাউদ্দিনের বাসার সামনে এ ঘটনা ঘটে।

নগর পুলিশের সহকারী কমিশনার (কোতয়ালি জোন) নোবেল চাকমা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গভীর রাতে কাউন্সিলর প্রার্থী মো. সালাউদ্দিনের বাসার সামনে গুলি ছোড়া হয়। খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাস্থলে শর্টগানের চারটি ও পিস্তলের তিনটি গুলির খোসা পাওয়া যায়। কে বা কারা ঘটনাটি ঘটিয়েছে এখনও নিশ্চিত হওয়া যায়নি। থানা পুলিশ আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা করছে।’

তিনি আরও বলেন, ‘এ ঘটনায় থানায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

কাউন্সিলর প্রার্থী সালাউদ্দিন নগরীর ৩৩ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের হয়ে প্রথমবারের মতো প্রার্থী হয়েছেন। এই ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন নগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি হাসান মুরাদ বিপ্লব। আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে তিনি বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন।

কাউন্সিলর প্রার্থী মো. সালাউদ্দিন বলেন, ‘রাত ২টার দিকে দুর্বৃত্তরা আমার বাসার সামনে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। তখন আমি বাসায় ছিলাম না। বিষয়টি জানার পর আমি বাসায় যাই।’ এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ করবেন বলে তিনি জানান।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
১২ বছর পর মুম্বাইয়ের মাঠে কলকাতার জয়
১২ বছর পর মুম্বাইয়ের মাঠে কলকাতার জয়
বেড়িবাঁধে উন্নত নিরাপত্তা ও গতিশীলতা: মেয়র আতিকের কাছে ইউল্যাবের আবেদন
বেড়িবাঁধে উন্নত নিরাপত্তা ও গতিশীলতা: মেয়র আতিকের কাছে ইউল্যাবের আবেদন
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা