X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

ভোটের আগেই ৭ বিদ্রোহী প্রার্থীর ৫ জনকে বহিষ্কার

ঠাকুরগাঁও প্রতিনিধি
৩০ জানুয়ারি ২০২১, ১৬:১০আপডেট : ৩০ জানুয়ারি ২০২১, ১৬:২২

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর নির্বাচনে দলীয় মনোনয়ন অগ্রাহ্য করে প্রার্থী হওয়ায় সাত বিদ্রোহী প্রার্থীর পাঁচ জনকে বহিষ্কার করেছে জেলা আওয়ামী লীগ। বাকিরা সহযোগী সংগঠনের হওয়ায় তাদের বহিষ্কারের সুপারিশ পাঠানো হয়েছে কেন্দ্রীয় কমিটির কাছে। এদিকে বহিষ্কারাদেশ পাওয়ার পর নৌকার প্রার্থীর প্রতি সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানিয়েছেন পৌর আওয়ামী লীগের সদস্য ইসতেগার আলী।

জেলা আওয়ামী লীগের সভাপতি সাদেক কুরাইশী ও সাধারণ সম্পাদক দ্বীপক কুমার রায়ের যৌথ স্বাক্ষরিত চিঠি বহিষ্কৃতদের হাতে পৌঁছায় শনিবার। রাণীশংকৈল পৌরসভা

আওয়ামী লীগের বহিষ্কৃতরা হলেন- উপজেলা আওয়ামী লীগের সদস্য ও বর্তমান মেয়র আলমগীর সরকার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিউল ইসলাম, পৌর আওয়ামী লীগের সদস্য ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাধন বসাক, পৌর আওয়ামী লীগের সদস্য ইসতেগার আলী ও পৌর আওয়ামী লীগের সদস্য রুকুনুল ইসলাম ডলার।

জেলা আওয়ামী লীগ সূত্রে জানা যায়, ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য রাণীশংকৈল পৌর নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের মোট আট জন সদস্য মনোনয়নপত্র দাখিল করেন। তবে দলীয়ভাবে মনোনয়ন পান মোস্তাফিজুর রহমান (মোস্তাক)। বাকি সাত প্রার্থী বিদ্রোহী হিসেবে শেষ পর্যন্ত  মনোনয়ন বহাল রাখেন। বিদ্রোহী সাত প্রার্থীর মধ্যে পাঁচ জন রাণীশংকৈল উপজেলা আওয়ামী লীগ ও পৌর আওয়ামী লীগে থাকায় তাদের বহিষ্কার করেছে ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগ।

বাকি দুইজন বিদ্রোহী প্রার্থী- যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল খালেক ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নওরোজ কাউসার কানন আওয়ামী লীগের সহযোগী সংগঠনে থাকায় তাদের বহিষ্কারের সুপারিশ করে কেন্দ্রীয় কমিটিতে চিঠি পাঠানো হয়েছে।

পৌর আওয়ামী লীগের সদস্য ইসতেগার আলী জানান, যদিও প্রত্যাহারের সর্বশেষ তারিখে প্রার্থিতা প্রত্যাহার করিনি, তবুও আমি আমার ভুলের প্রায়শ্চিত্ত করতে নৌকার পক্ষে নির্বাচন করবো।

উল্লেখ্য, রাণীশংকৈল পৌর নির্বাচনে মেয়র পদে লড়ছেন মোট ১২ জন প্রার্থী। কাউন্সিলর পদে মোট ৩২ জন প্রার্থী ও সংরক্ষিত মহিলা পদে ১৩ জন। রাণীশংকৈল পৌরসভার মোট ভোটার সংখ্যা ১৪ হাজার ৭০২। তার মধ্যে পুরুষ সাত হাজার ৩৯০ ও মহিলা সাত হাজার ৩১২ জন। ১৪ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগপিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি