X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১
বরিশাল বিশ্ববিদ্যালয়

হামলাকারীদের গ্রেফতারসহ ৩ দাবিতে শিক্ষার্থীদের মৌন মিছিল

বরিশাল প্রতিনিধি
২১ ফেব্রুয়ারি ২০২১, ১৭:০৩আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২১, ১৭:০৩

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) আন্দোলনরত শিক্ষার্থীরা হামলাকারীদের গ্রেফতারসহ তিন দফা দাবিতে মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিল করেছেন। রবিবার (২১ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে ববি’র প্রধান গেট এলাকা থেকে এই মিছিল শুরু হয়।

মিছিলটি বরিশাল-কুয়াকাটা মহাসড়কসহ ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে। এরপর একাডেমিক ভবনের সামনে জড়ো হয়ে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করেন।

আন্দোলনকারী শিক্ষার্থী রক্তিম হাসান অমিত জানান, হামলায় নেতৃত্ব দেওয়া মূল হোতাকে গ্রেফতারসহ তিন দফা দাবি আদায়ে মৌন মিছিল এবং অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। এর আগে সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন আন্দোলনকারীরা। শিক্ষার্থীরা ক্যাম্পাসের মধ্যে নানা কর্মসূচি পালনের মাধ্যমে হামলার ঘটনার প্রতিবাদ জানাচ্ছেন। তবে তিন দফা দাবি বাস্তবায়ন না হলে সোমবার থেকে ফের তারা সড়ক অবরোধ কর্মসূচি পালন করবেন।

রক্তিম আরও জানান, মাতৃভাষা দিবস উপলক্ষে ২০ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৫টার দিকে সড়ক অবরোধ কর্মসূচি স্থাগিত করা হয়। সেজন্য শিক্ষার্থীরা রবিবার ওই কর্মসূচি থেকে বিরত রয়েছে। সন্ধ্যায় প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

প্রসঙ্গত, ১৬ ফেব্রুয়ারি দুই শিক্ষার্থীকে মারধর ও লাঞ্ছিত করার ঘটনায় মহাসড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। পরবর্তী সময়ে অভিযুক্ত শ্রমিককে আটক করলে অবরোধ তুলে নেওয়া হয়। এর জের ধরে গভীর রাতে রূপাতলী হাউজিংয়ের ভেতর মেসে হামলা চালালে ২০ শিক্ষার্থী আহত হন। ওই রাত থেকে ১৭ ফেব্রুয়ারি বিকাল ৫টা পর্যন্ত একটানা ১০ ঘণ্টা মহাসড়ক অবরোধ করা হয়।

এর পর তিন শর্ত বাস্তবায়নে আল্টিমেটাম দিয়ে আন্দোলন থেকে সরে দাঁড়ান শিক্ষার্থীরা। ওই সময়ের মধ্যে বৃহস্পতিবার বিকালে অজ্ঞাত শতাধিক ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কিন্তু মামলায় নামধারী আসামি না করা এবং শিক্ষার্থীদের নিরাপত্তাসহ তিন দফা দাবিতে আল্টিমেটামের সময়সীমা শুক্রবার বিকালে শেষ হওয়ার পর আবারও মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। আড়াই ঘণ্টা অবরোধ শেষে শনিবার সকাল সাড়ে ৯টা থেকে অবরোধ শুরু হয়। ভাষা ‍দিবস ‍উপলক্ষে বিকাল সাড়ে ৫টায় ‍অবরোধ স্থগিত করা হয়।

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আজও দেশের সর্বোচ্চ তাপমাত্রা যশোরে
আজও দেশের সর্বোচ্চ তাপমাত্রা যশোরে
যমুনা ইলেকট্রনিকসের ১৩ শোরুম উদ্বোধন করলেন বুবলী
যমুনা ইলেকট্রনিকসের ১৩ শোরুম উদ্বোধন করলেন বুবলী
বিকল্প অর্থনীতি ও গ্রাম্য কায়কারবার
উপন্যাসবিকল্প অর্থনীতি ও গ্রাম্য কায়কারবার
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
সর্বাধিক পঠিত
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত