X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

সুনামগঞ্জে সওজের কয়েক কোটি টাকার জায়গা উদ্ধার

সুনামগঞ্জ প্রতিনিধি
০৩ মার্চ ২০২১, ২১:৩০আপডেট : ০৩ মার্চ ২০২১, ২১:৩০

দীর্ঘ একযুগ পর সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর কাঁচিরগাতি সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে সুনামগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) অধিদফতর। বুধবার (৩ মার্চ) বেলা ১১টা থেকে বিশ্বম্ভরপুর উপজেলার চালবন পয়েন্ট থেকে পলাশ বাজার পর্যন্ত দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। সওজ অফিস সূত্রে জানা গেছে, অভিযানে সওজের তিন কোটি টাকার জায়গা উদ্ধার করা হয়েছে। 

জানা গেছে, সিলেট সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ২২তম অংশ থেকে ৬৯তম অংশ পর্যন্ত এবং সুনামগঞ্জ-কাঁচিরগাতি-বিশ্বম্ভরপুর সড়কের প্রথম কিলোমিটার থেকে ১৩তম কিলোমিটার পর্যন্ত সড়কের উভয় পাশে অবৈধভাবে কয়েশ’ পাকা, আধাপাকা, টিনশেড, বসতঘর দোকানঘর মার্কেট গড়ে ওঠে। সড়কের দুপাশের অবৈধ স্থাপনার কারণে তীব্র যানজট দেখা দেয়। এছাড়া ছোটবড় বেশ কয়েকটি দুর্ঘটনাও ঘটে। সড়ক ও জনপথ অধিদফতর অবৈধ দখলদারদের বেশ কয়েকবার নোটিশ দিলেও তারা স্থাপনা সরিয়ে না নেওয়ায় এ অভিযান চালানো হয়। অভিযানে সড়ক ও জনপথ অধিদফতর ছাড়াও র‌্যাব, পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মীরা অংশগ্রহণ করেন। অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সওজ বিভাগের যুগ্ম সচিব নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল লতিফ খান।

উচ্ছেদ হওয়া দোকান মালিকরা জানান, করোনার সময়ে এমনিতে তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। এখন উচ্ছেদ অভিযানের ফলে তাদের সবকিছু নষ্ট হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত দোকানমালিকদের পুনর্বাসনের ব্যবস্থা করার দাবি জানান সরকারের কাছে। পুর্নবাসনের উদ্যোগ না নিলে পরিবার-পরিজন নিয়ে তাদের মানবেতর জীবন যাপন করতে হবে।

দোকানমালিক তপন কুমার দাস বলেন, ‘সওজ আমার রেকর্ড করা জায়গার নয়টি দোকানঘর ভেঙে ফেলেছে। বৈধ কাগজপত্র থাকার পরও সওজ দোকানগুলো গুঁড়িয়ে দিয়েছে।’ ব্যবসায়ী সুন্দর আলী বলেন, ‘আমরা সরকারের জায়গা ছেড়ে দিয়েছি। কিন্তু কোনও ধরনের পুনর্বাসন ছাড়া এরকম উচ্ছেদ অভিযান চালিয়ে শত শত গরিবের পেটে লাথি মারা হয়েছে। এখন আমাদের পুনর্বাসনের উদ্যোগ না নিলে ভিক্ষা করা ছাড়া উপায় থাকবে না।’ ব্যবসায়ী সিরাজুল ইসলাম বলেন, ‘সড়কের জায়গা চিহ্নিত করে সাইনবোর্ড টাঙানো থাকলে মানুষ এসব জায়গায় ঘর তুলতেন না। তাদের অবহেলার মাশুল দিচ্ছেন বাজারের শতাধিক ব্যবসায়ী। সওজের নজরদারি থাকলে এভাবে দুই পাশে অবৈধ স্থাপনা তৈরি হতো না।’

সুনামগঞ্জ সড়ক ও জনপথ অধিদফতরের সার্ভেয়ার নাজমুল হাসান বলেন, ‘পলাশ বাজারে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।’ উপ-সহকারী প্রকৌশলী মো. মাহমুদুল হাসান বলেন, ‘গুরুত্বপূর্ণ এ সড়কে অবৈধ স্থাপনার কারণে যানজট লেগে থাকে, তাই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। এ সড়কের মূল্যবান দুই একর জায়গা উদ্ধার করা হয়েছে, যার বাজার মূল্য তিন কোটি টাকা। মঙ্গলবার ছাতকে সড়ক ও জনপথ বিভাগের ভূমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। ’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খিলগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
খিলগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
‘দাবদাহের মধ্যে কষ্ট হলেও মানুষ ভোট দিতে আসবে’
‘দাবদাহের মধ্যে কষ্ট হলেও মানুষ ভোট দিতে আসবে’
ইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
প্রয়াণ দিনে স্মরণইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড