X
বুধবার, ০৮ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

ছাত্রলীগ নেতা মিরু হত্যা: ২ আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি

মানিকগঞ্জ প্রতিনিধি
০৪ মার্চ ২০২১, ১৯:২০আপডেট : ০৪ মার্চ ২০২১, ১৯:২০

অভ্যন্তরীণ কোন্দলের জেরে মানিকগঞ্জের সিংগাইর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন মিরু হত্যা মামলায় আটক তিন আসামির মধ্যে দুজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। বৃহস্পতিবার (৪ মার্চ) দুপুরে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলামের আদালতে হত্যার কথা স্বীকার করে তারা। সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়া আসামিরা হলো– ইমরান মোল্লা (২০) ও ইমান আলী (৩০)। অপর আসামি সোহান মোল্লা (১৬) নাবালক হওয়ায় তাকে শিশু আদালতে পাঠানো হয়েছে। তাদের সবার বাড়ি উপজেলার আজিমপুর এলাকায়।

তবে গত ১ মার্চ রাতের এ ঘটনায় পুলিশ এখনও মূল আসামিদের গ্রেফতার করতে পারেনি। এদিকে হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে হরিরামপুর উপজেলা ছাত্রলীগ মানববন্ধন ও সমাবেশ করেছে। 

সিংগাইর থানার ওসি জানান, ফারুক হোসেন মিরুকে হত্যার ঘটনায় তার বড় ভাই রিয়াজুল করিম বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে সিংগাইর থানায় হত্যা মামলা দায়ের করেছেন। ইতোমধ্যে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এজাহারভুক্ত তিন জনকে আটক করা হয়েছে।  হত্যাকাণ্ডে ব্যবহৃত আটোরিকশা, একটি রামদা ও কয়েকটি লোহার রড উদ্ধার করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ১ মার্চ রাতে দলের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে সিংগাইর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন মিরুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। এতে প্রত্যক্ষভাবে জড়িত রয়েছে সিংগাইর সরকারি কলেজের ছাত্রলীগের সভাপতি মোল্লা মোহাম্মদ দুলাল এবং তার বড় ভাই উপজেলা পরিবহন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন ওরফে আঙ্গুর ফারুক। একমাস আগে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মারধরের ঘটনা ঘটে। এ নিয়ে দুই পক্ষে মধ্যে বিরোধ চলছিল। 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগপিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?