X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

পাওনা টাকা নিয়ে বিরোধে বৃদ্ধকে হত্যার অভিযোগ

বগুড়া প্রতিনিধি
০২ এপ্রিল ২০২১, ২২:৫০আপডেট : ০২ এপ্রিল ২০২১, ২২:৫০

বগুড়ায় সমিতির পাওনা টাকা পরিশোধ করতে না পেরে মাজেম আলী (৬৫) নামে এক বৃদ্ধকে বাড়ি থেকে টেনে বের করে মারপিটের পর গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার সকালে বগুড়া সদরের বুজরুকবাড়িয়া পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। সদর থানার এসআই বেলাল হোসেন জানান, প্রাথমিক তদন্তে ঋণগ্রস্ত ওই ব্যক্তি স্ট্রোকে মারা গেছেন বলে মনে হচ্ছে। তারপরও মৃত্যুর কারণ নিশ্চিত হতে মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানান, বগুড়া পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডের বুজরুকবাড়িয়া পশ্চিমপাড়ার মৃত রবি মৃধার ছেলে মাজেম আলী ও তার ছেলে হাতেম আলী প্রায় ১০ বছর আগে একটি সঞ্চয় সমিতি খোলেন। বিপুল সংখ্যক ব্যক্তি তার কাছে টাকা সঞ্চয় রাখেন। নানা কারণে তারা দেউলিয়া হয়ে যান এবং গ্রাহকদের প্রায় ২২ লাখ টাকা ফেরত দিতে ব্যর্থ হন। এ অবস্থায় স্থানীয় বাপ্পী, সাজেদুল ও তাদের লোকজন সাত লাখ টাকা আদায় করে। দেনাদারদের চাপের মুখে মাজেম আলী অনেকদিন আত্মগোপনে ছিলেন। শুক্রবার তিনি বুজরুকবাড়িয়া পশ্চিমপাড়ার বাড়িতে আসেন। বাপ্পী, সাজেদুলসহ কয়েকজন তার বাড়িতে এসে টাকার জন্য চাপ দেয়। তারা মাজেম আলীকে বাড়ি থেকে টেনেহেঁচড়ে বাইরে বের করেন। এরপর বাড়িতে তালা দিতে চাইলে ছেলে হাতেম আলী বাধা দেন ও বাড়ি বিক্রি করে টাকা পরিশোধ করতে চান।

মাজেম আলীর মেয়ে অভিযোগ করেন, পাওনাদার পিলু, মনির, বাদল, রানু, মোমিন, সাজেদুলসহ কয়েকজন তার বাবাকে বাড়ি থেকে বের করার পর গলাটিপে ধরে। এতে তিনি অচেতন হয়ে পড়েন। বগুড়া শজিমেক হাসপাতলে নিলে চিকিৎসক মাজেম আলীকে মৃত ঘোষণা করেন।

সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) আবুল কালাম আজাদ ও এসআই বেলাল হোসেন জানান, রিপোর্টে হত্যার প্রমাণ পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনগতব্যবস্থা নেওয়া হবে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগপিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট