X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

বিএসএফের গুলিতে আহত ভারতীয় নাগরিককে হস্তান্তর করলো বিজিবি

কুড়িগ্রাম প্রতিনিধি
১১ এপ্রিল ২০২১, ২০:১৮আপডেট : ১১ এপ্রিল ২০২১, ২০:১৮

বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশকালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে গুরুতর আহত ওই দেশের নাগরিক মিলন মিয়াকে প্রাথমিক চিকিৎসা শেষে হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তে কোম্পানি কমান্ডার পতাকা বৈঠকের মাধ্যেমে বিএসএফ ১৯২ ব্যাটালিয়নের ঝিকরী ক্যাম্পের সদস্যদের কাছে তাকে হস্তান্তর করে বিজিবি।

লালমনিরহাট বিজিবি ১৫ ব্যাটালিয়নের অধীন কাশিপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার ইকবাল হোসেন এবং ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব কুমার রায় এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার (১০ এপ্রিল) সন্ধ্যায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্ত পথে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ করার প্রাক্কালে আন্তর্জাতিক সীমান্ত পিলার ৯৪৬/৪-এস থেকে ৭০ গজ ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে পাঁজরে গুলিবিদ্ধ হয় মিলন মিয়া। সে ভারতের কুচবিহার জেলার সাহেবগঞ্জ থানার শাহিদালের কুঠি গ্রামের জগু আলমের ছেলে। সে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের দোয়ালিপাড়া গ্রামে নানা মকবুল হোসেনের বাড়িতে আসছিল বলে আহত কিশোরের বরাত দিয়ে জানায় বিজিবি।

বিজিবি আরও জানায়, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর অধীনস্থ ফুলবাড়ী উপজেলার অনন্তপুর বিওপির অধীন এলাকার সীমান্ত পিলার ৯৪৬/৪-এসের কাছে ভারতের অভ্যন্তরে গুলির শব্দ শোনা গেছে এমন সংবাদ পাওয়া যায়। এর ভিত্তিতে অনন্তপুর বিওপি কমান্ডার সংশ্লিষ্ট এলাকায় গিয়ে স্থানীয় জনসাধারণকে জিজ্ঞাসাবাদে জানতে পারেন যে, প্রতিপক্ষ ১৯২ ব্যাটালিয়ন বিএসএফের ঝিকরী ক্যাম্পর টহল দল মাদক চোরাকারবারীদের লক্ষ্য করে ছররা গুলি বর্ষণ করলে ভারতীয় নাগরিক মিলন মিয়া মারাত্মকভাবে আহত হয়। পরে ব্যাটালিয়নের নিজস্ব গোয়েন্দা তৎপরতার মাধ্যমে বিজিবি জানতে পারে, ওই যুবক গুলিবিদ্ধ অবস্থায় কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের দোয়ালিপাড়া গ্রামে তার নানা মোকবুল হোসেনের বাড়িতে অবস্থান করছে। পরে বিজিবি স্থানীয় পুলিশের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে তাকে গ্রেফতার করে রবিবার ভোর ৪টার দিকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে তার শারীরিক অবস্থা স্থিতিশীল হলে তাকে বিএসএফের কাছে হস্তান্তরের ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়।

বিজিবি জানায়, রবিবার সন্ধ্যায় অনন্তপুর সীমান্তে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় ওই নাগরিককে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে প্রতিবাদপত্র পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানায় বিজিবি।

ভারতীয় নাগরিককে হস্তান্তরে অনুষ্ঠিত পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে বিজিবি ১৫ ব্যাটালিয়নের অধীন কাশিপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার ইকবাল হোসেন ছাড়াও ফুলবাড়ী থানার ওসি রাজীব কুমার রায় এবং নাগেশ্বরী থানার ওসি রওশন কবির উপস্থিত ছিলেন।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
১২ বছর পর মুম্বাইয়ের মাঠে কলকাতার জয়
১২ বছর পর মুম্বাইয়ের মাঠে কলকাতার জয়
বেড়িবাঁধে উন্নত নিরাপত্তা ও গতিশীলতা: মেয়র আতিকের কাছে ইউল্যাবের আবেদন
বেড়িবাঁধে উন্নত নিরাপত্তা ও গতিশীলতা: মেয়র আতিকের কাছে ইউল্যাবের আবেদন
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা