X
রবিবার, ০৫ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

ক্লিনিক থেকে নবজাতক চুরি

ঝিনাইদহ প্রতিনিধি
২৬ এপ্রিল ২০২১, ২১:১৭আপডেট : ২৬ এপ্রিল ২০২১, ২১:১৭

ঝিনাইদহের কালীগঞ্জে ক্লিনিক থেকে সদ্য ভূমিষ্ঠ এক শিশু চুরির ঘটনা ঘটেছে। সোমবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় ক্লিনিকের দ্বিতীয় তলা থেকে অপরিচিত এক নারী শিশুটিকে চুরি করে নিয়ে যায়। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. মাহফুজুর রহমান মিয়া এ তথ্য নিশ্চিত করেন।

চুরি হওয়া শিশুটি কালীগঞ্জ পৌরসভার বলিদাপাড়া গ্রামের ইজিবাইক চালক মনিরুল ইসলামের।শিশুটি হারিয়ে যাওয়ার পর স্বজনরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন।

শিশুটির বাবা মনিরুল ইসলাম জানান, সোমবার সকালে তার স্ত্রী সাবানা বেগমের প্রসব যন্ত্রণা শুরু হলে কালীগঞ্জ শহরের সেবা ক্লিনিকে ভর্তি করেন। দুপুর আড়াইটার দিকে সিজারের মাধ্যমে মেয়েসন্তান হয়। এরপর ক্লিনিকের ৩নং কেবিনে তাদের রাখা হয়। মেয়ে ও তার মা সুস্থ ছিল। বিকালে এক অপরিচিত নারী এসে বাচ্চাকে কোলে নিয়ে আদর করে এবং বিভিন্ন ধরনের গল্প করতে থাকে। এরপর সে ক্লিনিকের রিসিপশনে বসে ছিল। ইফতার শেষে নামাজ পড়তে যাওয়ার সময় শিশুটির নানি ক্লিনিকের লোক মনে করে অপরিচিত ওই নারীর কাছে শিশুটিকে রেখে নামাজ পড়তে গেলে সে বাচ্চাটি নিয়ে পালিয়ে যায়।

শিশুটির চুরি হওয়ার পর ক্লিনিকের মধ্যে এক হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। শিশুটির মা শাবানা বেগম ও নানী বারবার জ্ঞান হারিয়ে ফেলেন। বড় বোন মরিয়ম (১১) বোনের জন্য কান্নায় ভেঙে পড়ে। এ রিপোর্ট লেখা পর্যন্ত শিশুটির সন্ধান পাওয়া যায়নি।

ক্লিনিকের মালিক আব্দুর রশিদ বলেন, ‘শিশুটি ভূমিষ্ঠ হওয়ার পর মা ও শিশু দুজনেই সুস্থ ছিল। কিন্তু সন্ধ্যায় ইফতারের পর অপরিচিত এক নারী শিশুটিকে  চুরি করে নিয়ে গেছে। আমি বিষয়টি জানাতে থানায় এসেছি।’

কালীগঞ্জ থানার ওসি বলেন, ‘ক্লিনিক মালিকের কাছ থেকে মৌখিক অভিযোগ পেয়ে এসআই আবুল কাশেমের নেতৃত্বে একদল পুলিশ ফোর্স সেখানে পাঠানো হয়েছে। শিশুটিকে উদ্ধারের জন্য পুলিশ জোরালো অভিযান চালাচ্ছে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ