X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

দুপচাঁচিয়ার মেয়রের বরখাস্তের আদেশ সুপ্রিম কোর্টে বহাল

বগুড়া প্রতিনিধি
২৯ এপ্রিল ২০২১, ২২:৫৮আপডেট : ২৯ এপ্রিল ২০২১, ২২:৫৮

বগুড়ার দুপচাঁচিয়া পৌরসভার বিএনপি সমর্থিত মেয়র জাহাঙ্গীর আলমের স্থানীয় সরকার বিভাগের বরখাস্তের আদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চ। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) শুনানি শেষে প্রধান বিচারপতিসহ ছয় সদস্য এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল জানান, স্থানীয় সরকার বিভাগ বগুড়ার দুপচাঁচিয়া পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলমকে বরখাস্ত করে। এর পরিপ্রেক্ষিতে মেয়র হাইকোর্টে রিট করেন। ৮২১৫/২০২০ নম্বর মামলায় হাইকোর্টের একটি বেঞ্চ স্থানীয় সরকার বিভাগের ওই বরখাস্তের আদেশ বাতিল করেন। ওই রায়ের বিরুদ্ধে সরকার পক্ষ সুপ্রিম কোর্টে লিভ টু আপিল করেন। ২৯ এপ্রিল প্রধান বিচারপতিসহ সুপ্রিম কোর্টের ছয় সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ শুনানি শেষে স্থানীয় সরকার বিভাগের বরখাস্তের আদেশ বহাল করার আদেশ প্রদান করেন।

রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস মামলা পরিচালনা করেন। মেয়র জাহাঙ্গীর আলমের পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট মাহবুব শফিক।

জানা গেছে, বগুড়ার দুপচাঁচিয়া পৌর মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে দুপচাঁচিয়া থানার মামলা নম্বর: ১৭/০৭, তারিখ: ২৩/১০/২০০৭, জিআর-৬/০৭ (দুদক), স্পেশাল মামলা নম্বর: ৪/০৮-এর অভিযোগপত্র এবং দুপচাঁচিয়া থানার মামলা নম্বর ১০, তারিখ ০৮/০৯/২০১৭ ধারা ২০০৯ সালের সন্ত্রাস বিরোধী আইনের ৬(২) এর (ঈ)/১২, জিআর ১৫৯/১৭ (দুপ)-এর অভিযোগপত্র আদালতে গৃহীত হয়। এর পরিপ্রেক্ষিতে গত ২০২০ সালের ২৭ অক্টোবর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ ফারুক হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

এর আগে জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে হাইকোর্টের ভুয়া আদেশ জমা দিয়ে ১০ বছর একটি দুর্নীতির মামলা স্থগিত রাখার অভিযোগ পাওয়া যায়। এছাড়া তার বিরুদ্ধে বগুড়ার প্রথম যুগ্ম জজ আদালতে (নির্বাচনি ট্রাইব্যুনাল) নির্বাচনি হলফনামায় তথ্য গোপনের মামলা বিচারাধীন রয়েছে। 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জুলাই সনদ ঘোষণাসহ তিন দাবিতে ‘মার্চ ফর জুলাই রিভাইভস’ পদযাত্রা
জুলাই সনদ ঘোষণাসহ তিন দাবিতে ‘মার্চ ফর জুলাই রিভাইভস’ পদযাত্রা
পোশাক কারখানায় শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনায় আরও একজন গ্রেফতার
পোশাক কারখানায় শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনায় আরও একজন গ্রেফতার
ইউএসএআইডির অনুদান বাতিলের সিদ্ধান্তে মৃত্যুঝুঁকিতে দেড় কোটি মানুষ: গবেষণা
ইউএসএআইডির অনুদান বাতিলের সিদ্ধান্তে মৃত্যুঝুঁকিতে দেড় কোটি মানুষ: গবেষণা
জুলাই গণঅভ্যুত্থান স্মরণ অনুষ্ঠানে প্রধান অতিথি খালেদা জিয়া
জুলাই গণঅভ্যুত্থান স্মরণ অনুষ্ঠানে প্রধান অতিথি খালেদা জিয়া
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
অন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
প্রশাসনে থামছে না আন্দোলনঅন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’
এনবিআর কর্মকর্তাদের উদ্দেশে অর্থ উপদেষ্টা          ‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’