X
রবিবার, ০৫ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

কাদের মির্জাকে প্রতিরোধের ঘোষণা বাদলের

নোয়াখালী প্রতিনিধি
১৫ মে ২০২১, ১৬:৪৫আপডেট : ১৫ মে ২০২১, ১৬:৪৫

বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জাকে নোয়াখালীর কোম্পানীগঞ্জে প্রতিরোধের ঘোষণা দিয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল। শনিবার (১৫ মে) বেলা ১২টায় এক পথ সভায় বক্তৃতাকালে তিনি এ ঘোষণা দেন। বসুরহাট বাজারের ব্যবসায়ীদের সঙ্গে উপজেলা আওয়ামী লীগ নেতাকর্মীদের ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় শেষে তিনি এ সভায় অংশ নেন।

বসুরহাট পৌরসভার কেজি স্কুল রোডে বক্তৃতায় বাদল বলেন, ‘গত পাঁচ মাস কোম্পানীগঞ্জ অবরুদ্ধ। পবিত্র রমজান এবং ঈদ উপলক্ষে প্রিয় নেতা এবং প্রশাসনের বাইরে আমরা এক ইঞ্চিও যাইনি। কিন্তু প্রকারান্তরে আমাদের অনেক কর্মী আক্রান্ত হয়েছেন, অনেক কর্মী জেলে আছেন। আজকে প্রতিদিন প্রতিনিয়ত আমাদের হুমকি দিচ্ছে। অনেক ধৈর্য ধরেছি। আর ধৈর্য ধরার সুযোগ নেই। আর আক্রান্ত হবো না। এখন থেকে প্রতিরোধ করার ঘোষণা দিলাম।’

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা ওয়ার্ডে আ কা মির্জার সন্ত্রাসীদের প্রতিহত করবেন। আমি জেলে একশো বার যাবো কিন্তু কোম্পানীগঞ্জে শান্তি ফিরিয়ে আনবো। প্রশাসনকে বলেছি, আমাকে জেলে নিয়ে যাক, কিন্তু যেখানে আক্রমণ হবে, সেখানে প্রতিরোধ করা হবে। ইনশাআল্লাহ, আজ থেকে প্রতিরোধ কর্মসূচি ঘোষণা করলাম। এই অপরাজনীতির হোতা আ কা মির্জা আজকে থেকে সাবধান হয়ে যাও। কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠন তোমার এ অপকর্ম সহ্য করবে না, প্রতিরোধ হবে।’

কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খানের সভাপতিত্বে ও চরকাঁকড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান আরিফের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন– কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের মুখপাত্র মাহবুবুর রশীদ মঞ্জু, কোম্পানীগঞ্জ উপজেলা ভাইস-চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি আজম পাশা চৌধুরী রুমেল, স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের সদস্য ফখরুল ইসলাম রাহাত ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহ ফরহাদ লিংকন প্রমুখ।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
নিষ্পত্তির অপেক্ষায় হেফাজতের ২০৩ মামলা
নিষ্পত্তির অপেক্ষায় হেফাজতের ২০৩ মামলা
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ