X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

গাজীপুর ও বগুড়ায় সড়কে ঝরলো ৪ প্রাণ

গাজীপুর ও বগুড়া প্রতিনিধি:
০৩ জুন ২০২১, ১৯:২৯আপডেট : ০৩ জুন ২০২১, ১৯:৪০

গাজীপুর ও বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় চার জন নিহত হয়েছেন। গাজীপুর সদর ও কালীগঞ্জ এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই জন এবং বগুড়ার কাহালু ও শেরপুরে দুর্ঘটনায় আরও দুই জন নিহত হন।

গাজীপুর প্রতিনিধি জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সদর উপজেলার মেম্বারবাড়ি এলাকায় এবং দুপুরে কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের ঢাকা-বাইপাস এশিয়ান হাইওয়ের সড়কের উলুখোলা (রাথুরা) এলাকার দর্জি বাড়ি স্থানে দুটি দুর্ঘনা ঘটে। সংশ্লিষ্ট থানার পুলিশ কর্মকর্তারা দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সদর উপজেলার মেম্বারবাড়ি এলাকায় ট্রাক ও পিকআপভ্যানের সংঘর্ষে পিকআপের হেলপার কিশোর মারুফ হোসেন (১৩) নিহত ও চালক আহত হন। নিহত মারুফ গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ এলাকার মানিকের ছেলে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হক জানান, দুপুরে গাজীপুরের কালীগঞ্জে মোটরসাইকেল-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী কলেজছাত্র মিরাজ উদ্দিন আকন্দ (২০) নিহত হন। নিহত মিরাজ উপজেলার নাগরী ইউনিয়নের রাথুরা গ্রামের প্রবাসী সাদিকুর রহমান আকন্দের ছেলে। সে স্থানীয় একটি কলেজের উচ্চ মাধ্যমিক (এইচ এস সি) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল।

পুলিশ নিহত উভয়ের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। দুর্ঘটনাকবলিত পিকআপভ্যান, ট্রাক ও কাভার্ডভ্যান আটক করা হয়েছে।

বগুড়া প্রতিনিধি জানান, বুধবার (২ জুন) রাতে বগুড়ায় কাহালুতে দুই মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে এক মাদ্রাসা শিক্ষক ও শেরপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক মোটরবাইকচালক নিহত হয়েছেন। এ সময় এক দম্পতি আহত হন। শেরপুর হাইওয়ে ও কাহালু থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। নিহতরা হলেন দুপচাঁচিয়া উপজেলার মোস্তফাপুর গ্রামের সামসুর রহমানের ছেলে ও ডিএস কেজি মাদ্রাসার শিক্ষক জুবায়ের রহমান মামুন (৩৮) এবং ঢাকার খিঁলগাঁও এলাকার আবদুল মোত্তালেবের ছেলে শাহাদত হোসেন (৫০)। তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

 

/টিটি/
সম্পর্কিত
সিলেটে ট্রাকের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
জাতীয় প্রেসক্লাবের সামনে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু
সর্বশেষ খবর
মার্কিন শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ইউরোপ-অস্ট্রেলিয়ায়
যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে বিক্ষোভ অব্যাহতমার্কিন শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ইউরোপ-অস্ট্রেলিয়ায়
বালুবাহী বলগেট থেকে নদীতে পড়ে শ্রমিক নিখোঁজ
বালুবাহী বলগেট থেকে নদীতে পড়ে শ্রমিক নিখোঁজ
পিনাকীর বিরুদ্ধে অভিযোগপত্র, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পিনাকীর বিরুদ্ধে অভিযোগপত্র, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
৪৮ ঘণ্টার ধর্মঘটে বান্দরবানে দূরপাল্লার যান চলাচল বন্ধ
৪৮ ঘণ্টার ধর্মঘটে বান্দরবানে দূরপাল্লার যান চলাচল বন্ধ
সর্বাধিক পঠিত
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে