X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

সড়কে খাদ্য গুদাম কর্মকর্তা নিহত

পঞ্চগড় প্রতিনিধি
০৬ জুন ২০২১, ১৬:৪৩আপডেট : ০৬ জুন ২০২১, ১৬:৪৩

পঞ্চগড়ের বোদা উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় পঞ্চগড় সদর উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত গুদাম কর্মকর্তা (ওসি-এলএসডি) সুবল কুমার সরকার (৫০) নিহত হয়েছেন। রবিবার (৬ জুন) দুপুরে পঞ্চগড়-বোদা মহাসড়কের মন্নাপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।

নিহত সুবল কুমার সরকার ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার দক্ষিণ বঠিনা গ্রামের নরেশ চন্দ্র সরকারের ছেলে। তিনি সম্প্রতি পঞ্চগড় সদর উপজেলা খাদ্য গুদামে যোগদান করেন। 

বোদা হাইওয়ে থানার ওসি খন্দকার হাফিজুর রহমান জানান, সুবল কুমার সরকার নিজ বাড়ি ঠাকুরগাঁও থেকে মোটরসাইকেল যোগে পঞ্চগড়ে নিজ কর্মস্থলে যাচ্ছিলেন। পথিমধ্যে বোদা-পঞ্চগড় মহাসড়কের মন্নাপাড়া এলাকায় পৌঁছালে পঞ্চগড় থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়ক সংলগ্ন সেতুতে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. নব কুমার বর্মণ মৃত ঘোষণা করেন।

ঘটনার পর জেলা প্রশাসক ড. সাবিনা ইয়াসমিন, পুলিশ সুপার মোহম্মদ ইউসুফ আলীসহ জেলা ও উপজেলা প্রশাসন এবং খাদ্য বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক প্রয়োজনের কারণে ২০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।

বোদা থানার ওসি জানান, পুলিশ ঘাতক বাসটিকে আটক করলেও চালক ও সহকারী পালিয়ে যায়। লাশ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

/এমএএ/
সম্পর্কিত
ফেরিঘাটে টেম্পুর ধাক্কায় কলেজশিক্ষার্থী নিহত
বাসচাপায় মাইক্রোবাসের ২ যাত্রী নিহত
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ব্যবসায়ীর
সর্বশেষ খবর
মেরিনার ইয়াংসে নতুন গভর্নিং বডি
মেরিনার ইয়াংসে নতুন গভর্নিং বডি
বানিয়ে ফেলুন ৪ স্বাদের লাচ্ছি
বানিয়ে ফেলুন ৪ স্বাদের লাচ্ছি
১১ ব্যক্তি ও প্রতিষ্ঠান পেলো স্ট্যান্ডার্ড চাটার্ড-চ্যানেল আই কৃষি পুরস্কার
১১ ব্যক্তি ও প্রতিষ্ঠান পেলো স্ট্যান্ডার্ড চাটার্ড-চ্যানেল আই কৃষি পুরস্কার
ফালুর বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন
ফালুর বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ