চট্টগ্রামে ৪৫টি চোরাই মোবাইল ফোনসহ ছয় জনকে আটক করেছে পুলিশ। সোমবার (৭ জুন) রাতে কোতয়ালি থানাধীন নতুন রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দীন এ তথ্য জানিয়েছেন।
আটক ছয় জন হলো– মো. সুমন (২৯), মো. সাখাওয়াত হোসেন বাহার (৪০), মো. রাসেল (২৬), মো. রফিকুল ইসলাম(৩৩), মো. শাহ আলম (৩০) ও মো. মাসুম (৩২)।
ওসি বাংলা ট্রিবিউনকে জানান, চোরাই মোবাইল ফোন বিক্রির গোপন সংবাদে সেখানে অভিযান চালিয়ে ছয় জনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, এসব মোবাইল সেট বিভিন্ন ছিনতাইকারী ও অপরাধীচক্রের কাছ থেকে কিনে তারা অধিক মূল্যে বিভিন্ন দোকানে বিক্রি করে থাকে। তাদের বিরুদ্ধে কোতয়ালি থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।