X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন শুরু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৯ জুন ২০২১, ১৩:২১আপডেট : ১৯ জুন ২০২১, ১৩:২১

দীর্ঘ ২০ বছর পর অবশেষে অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন। শনিবার (১৯ জুন) চট্টগ্রাম নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে এই সম্মেলন শুরু হয়েছে। বেলা ১১টায় ভার্চুয়ালি সংযুক্ত হয়ে এর উদ্বোধন করেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহ। জাতীয় সঙ্গীত পরিবেশন ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়।

সম্মেলন সম্পর্কে মহানগর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক অ্যাডভোকেট এ এইচ এম জিয়া উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘১১টায় সম্মেলন শুরু হয়েছে। কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মেনে আমরা সব ধরনের প্রস্তুতি আগেই শেষ করেছি। ভার্চুয়াল এ সম্মেলনকে নির্বিঘ্ন করতে উচ্চ ক্ষমতাসম্পন্ন ক্যামেরা, ডাটা নেটওয়ার্কিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে। দুটি জুম উইনডোর মাধ্যমে ঢাকা এবং চট্টগ্রামের নেতারা সম্মেলনে অংশ নিয়েছেন। আমরা আশা করছি, সুন্দরভাবে সম্মেলন শেষ করতে পারবো।’

এদিকে সম্মেলনকে ঘিরে গতকাল রাত থেকে অনুষ্ঠানস্থলে মহানগর নেতাকর্মীদের আনাগোনা বেড়েছে। সকাল থেকেই সম্মেলনস্থল নেতাকর্মীদের পদচারণায় মুখর হয়ে ওঠে। তবে নিরাপত্তার স্বার্থে সম্মেলনস্থলে আসা সবাইকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। শুধু যারা সম্মেলনে অংশগ্রহণের কার্ড পেয়েছেন তাদেরই প্রবেশ করতে দেওয়া হচ্ছে। সম্মেলনস্থলে প্রবেশের আগে সবাইকে আর্চওয়ের মাধ্যমে তল্লাশি করা হচ্ছে।

এর আগে সর্বশেষ ২০০১ সালের জুলাই মাসে ২১ সদস্য বিশিষ্ট চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় কমিটি। এরপর এখানে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করতে পারেননি আহ্বায়ক কমিটির নেতারা। এমনকি ওয়ার্ড এবং থানা পর্যায়েও কোনও কমিটি ঘোষণা করা হয়নি।

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উপজেলা নির্বাচনে সাবেক ইউপি চেয়ারম্যানের কাছে হারলেন আ.লীগ নেতা
উপজেলা নির্বাচনে সাবেক ইউপি চেয়ারম্যানের কাছে হারলেন আ.লীগ নেতা
‘ব্যবসায় মানোন্নয়ন ও অগ্রগতির অন্যতম হাতিয়ার মানবাধিকার’
‘ব্যবসায় মানোন্নয়ন ও অগ্রগতির অন্যতম হাতিয়ার মানবাধিকার’
ইসরায়েলে একাধিক হামলার দাবি হিজবুল্লাহর
ইসরায়েলে একাধিক হামলার দাবি হিজবুল্লাহর
এমপির ছেলের কাছে ৭০৩ ভোটে হারলেন জেলা আ.লীগের সভাপতি
এমপির ছেলের কাছে ৭০৩ ভোটে হারলেন জেলা আ.লীগের সভাপতি
সর্বাধিক পঠিত
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
হামাসের সংশোধিত প্রস্তাব গাজায় যুদ্ধবিরতি অচলাবস্থা ভাঙতে পারে: যুক্তরাষ্ট্র
হামাসের সংশোধিত প্রস্তাব গাজায় যুদ্ধবিরতি অচলাবস্থা ভাঙতে পারে: যুক্তরাষ্ট্র