X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

রাঙামাটিতে দুর্বৃত্তের গুলিতে একজন নিহত

রাঙামাটি প্রতিনিধি
০৯ জুলাই ২০২১, ০০:০৪আপডেট : ০৯ জুলাই ২০২১, ০০:০৪

রাঙামাটির কাপ্তাই ও রাজস্থলী উপজেলার সীমান্তবর্তী এলাকায় দুর্বৃত্তের গুলিতে একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার চন্দ্রঘোনা থানার আওতায় নারানগিরি ও মিতিয়াছড়ি এলাকায় এই ঘটনা ঘটে। রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মারুফ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

মারুফ আহমেদ জানান, ঘটনাস্থলে পুলিশ গেছে। সেখানে মোবাইল ফোনের নেটওয়ার্ক না থাকায় তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। তারা ফিরে না আসা পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না। পাহাড়ে চারটি অঞ্চলিক দলের প্রভাব রয়েছে।

এই ঘটনায় নিহতের পরিচয় বা কারা জড়িত জানাতে চাইলে তিনি বলেন, ‘এখনও বিষয়গুলো পরিষ্কার না। ওসি ফিরে আসলে আপনাদের জানানো হবে।’

তবে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, চন্দ্রঘোনা থানায় নারানগিরি ও মিতিয়াছড়ি এলাকায় সস্ত্রাসী সংগঠনের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় ৫০-৬০ রাউন্ড গুলি বিনিময় হয়। এতে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত ব্যক্তি পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সদস্য বলে জানা যায়।

রাঙামাটি কাপ্তাই উপজেলার রাইখালা ইউপি চেয়ারম্যান সায়ামং মারমা বলেন, ‘স্থানীয়ভাবে গোলাগুলির বিষয়টি শুনেছি। বিভিন্নভাবে এলাকায় খবর নেওয়ার চেষ্টা করছি। দুর্গম এলাকা ও মোবাইল ফোন নেটওয়ার্ক না থাকার কারণে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না।’

কাপ্তাই সার্কেলের অতিরিক্ত দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ জানান, দুপুরে গোলাগুলির খবর পেয়ে চন্দ্রঘোনা থানার পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে যায়। তিনছড়ি নামক এলাকায় ৪৫ বছরের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে এবং তার মাথায় আঘাতের চিহ্ন দেখা গেছে। আগামীকাল ময়নাতদন্তের পর বিষয়টি পরিষ্কার হবে। তবে ঘটনার সঙ্গে কারা জড়িত নিশ্চিত হওয়া যায়নি।

 

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঘনঘন শ্যাম্পু ব্যবহারে চুল রুক্ষ হয়ে যাচ্ছে? জেনে নিন সমাধান
ঘনঘন শ্যাম্পু ব্যবহারে চুল রুক্ষ হয়ে যাচ্ছে? জেনে নিন সমাধান
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ব্যবসায়ীর
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ব্যবসায়ীর
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে টর্নেডোর আঘাতে নিহত ৫
যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে টর্নেডোর আঘাতে নিহত ৫
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ