X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

নবজাতককে চুরি করে পালানোর সময় আটক ১

লক্ষ্মীপুর প্রতিনিধি
০৫ সেপ্টেম্বর ২০২১, ২৩:১৬আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২১, ২৩:১৬

লক্ষ্মীপুরে একটি বেসরকারি হাসপাতাল থেকে তিন দিনের নবজাতক শিশুকে চুরি করে পালিয়ে যাওয়ার সময় রিমা আক্তার (২০) নামে এক তরুণীকে আটক করা হয়েছে। রবিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে জেলা শহরের নোভা ট্রমা অ্যান্ড জেনারেল হসপিটাল থেকে পুলিশ ওই তরুণীকে আটক করে থানায় নিয়ে যায়।

আটক রিমা আক্তার সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের পোদ্দার বাজার এলাকার ব্যাপারী বাড়ির শাহীনুর রহমানের স্ত্রী।

পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, সদর উপজেলার দালাল বাজার ইউনিয়ন পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের ব্যবসায়ী সুমন তার অন্তঃসত্ত্বা স্ত্রী সাবিনা ইসলামকে শুক্রবার সকালে নোভা হসপিটালে ভর্তি করেন। ওইদিন সাবিনা ইসলাম একটি ছেলে সন্তান জন্ম দেন।ওই হাসপাতালে শিশুটিকে নিয়ে চিকিৎসাধীন ছিলেন তিনি। হঠাৎ রবিবার বেলা ১১টার দিকে এক নারী এসে ডাক্তার দেখানোর কথা বলে নবজাতক শিশুটিকে কোলে নিয়ে কক্ষ থেকে বের হয়ে যায়। এক পর্যায়ে শিশুটিকে নিয়ে হাসপাতাল থেকে অভিযুক্ত নারী বের হয়ে একটি রিকশা ওঠেন। শিশুটিকে কোলে নেওয়ার পর থেকে তার নানি অভিযুক্ত নারীকে চোখে চোখে রাখছিলেন। তিনি পেছন থেকে চোর-চোর বলে চিক্কার দিলে হাসপাতালের স্টাফরা দৌড়ে অভিযুক্ত নারীকে আটক করে পুলিশকে খবর দেন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার মিমতানুর রহমান, জেলা গোয়েন্দা পুলিশের (ওসি) মো. আজিজুর রহমান মিয়া, সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) শিপন বড়ুয়াসহ বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে উপস্থিতি হন।

নোভা হাসপাতালের কর্তৃপক্ষ ও ডাক্তার জয়নাল আবেদীন বলেন, ‘শিশু চুরির ঘটনায় জড়িত রিমা আক্তার নামে এক নারীকে হাতে-নাতে আটক করে স্টাফরা। পরে পুলিশকে খবর দিয়ে অভিযুক্ত নারীকে সোর্পদ করা হয়।’

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) বলেন, ‘অভিযুক্ত নারীকে আটক করা হয়েছে। এ ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

/এমএএ/
সম্পর্কিত
বাসায় ফিরেছেন খালেদা জিয়া
গাজীপুর-নীলফামারীর দুই হাসপাতালে দুদকের অভিযান
১৬ শ্রমিকের উৎপাদিত স্যালাইন দিয়ে চলছে ৯ জেলার হাসপাতালযাদের স্যালাইনে বাঁচে প্রাণ, তাদের মজুরি বাড়ে না
সর্বশেষ খবর
মোটরসাইকেলে ট্রেনের ধাক্কায় পুলিশের এসআই নিহত
মোটরসাইকেলে ট্রেনের ধাক্কায় পুলিশের এসআই নিহত
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
ফেসবুকে মোস্তাফিজ বললেন, ‘সব কিছুর জন্য ধন্যবাদ মাহি ভাই’
অটোগ্রাফ দেওয়া জার্সি উপহার ধোনির  ফেসবুকে মোস্তাফিজ বললেন, ‘সব কিছুর জন্য ধন্যবাদ মাহি ভাই’
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ