X
রবিবার, ০৫ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

বিপুল পরিমাণ মাদক-অস্ত্রসহ ২ মাদক ব্যবসায়ী আটক

কুমিল্লা প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর ২০২১, ১৬:৫৮আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২১, ১৯:৩৪

কুমিল্লায় বিদেশি পিস্তল ও মাদকসহ দুই জনকে আটক করা হয়েছে। রবিবার রাতে জেলার আদর্শ সদর উপজেলার চান্দপুর ও বাখরাবাদ মোড় এলাকায় পৃথক অভিযান চালিয়ে ওই মাদক দুই ব্যবসায়ীকে আটক করে র‌্যাব।

এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলিসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ৩৩ বোতল বিয়ার, ৪৬ বোতল বিদেশি মদ, ৮৭ বোতল স্কাফ সিরাপ এবং ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

আটক দুজন হলেন– কুমিল্লার আদর্শ সদর উপজেলার ডুমুরিয়া চান্দপুর গ্রামের হাসান আলীর ছেলে খোরশেদ আলম সুমন (৩৯) এবং একই উপজেলার গিলাতলী পশ্চিমপাড়া গ্রামের আবুল মিয়ার ছেলে মেহেদী হাসান (২৩)।

কুমিল্লার র‌্যাব-১১, সিপিসি-২-এর কোম্পানি কমান্ডার মোহাম্মদ সাকিব হোসেন জানান, প্রতিবেশীদের সঙ্গে অস্ত্রধারী মাদক ব্যবসায়ী সুমনের দুই-তিন বছর আগে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে মারামারির ঘটনা ঘটে এবং স্থানীয়ভাবে মীমাংসা করা হয়। ওই ঘটনার পর থেকেই সুমন চিন্তা করেন, এলাকায় আধিপত্য ও প্রভাব বিস্তার করার জন্য তার একটি সন্ত্রাসী গ্রুপ থাকা প্রয়োজন। সেই চিন্তা থেকেই তিনি অস্ত্র-গোলাবারুদ সংগ্রহ করা শুরু করেন এবং বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র মজুত করেন। ওই অস্ত্র-গোলাবারুদ দিয়ে তিনি এলাকায় বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন। এলাকায় প্রভাব বিস্তার করার জন্য তিনি স্থানীয় যুবকদের সন্ত্রাসী কাজে সম্পৃক্ত করতে থাকেন। ওই সন্ত্রাসী গ্রুপের সদস্যদের অর্থের জোগান এবং সদস্যদের চাহিদা পূরণ করার জন্যই তিনি মাদক ব্যবসা পরিচালনা করতেন বলে জানা যায়।

তিনি আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে কুমিল্লার কোতয়ালি থানায় অস্ত্র ও মাদক আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেফতার ও মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

এর আগে পৃথক আরেকটি অভিযানে উপজেলা বাখরাবাদ মোড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ২০০ বোতল ফেনসিডিল ও ৫২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ কুমিল্লা আদর্শ সদর গিলাতলী পশ্চিমপাড়া গ্রামের আবুল মিয়ার ছেলে মেহেদী হাসানকে (২৩) আটক করা হয়।

 

/এমএএ/
সম্পর্কিত
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৯
বাংলাদেশে পাচারের আগে আড়াই কোটি রুপির হেরোইন জব্দ
‘মাদকগ্রহণকারী নারীর সংখ্যা বাড়লেও চিকিৎসায় পিছিয়ে রয়েছে’
সর্বশেষ খবর
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ