X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

রাষ্ট্রপতির এই সংলাপ অর্থহীন: মির্জা ফখরুল

মানিকগঞ্জ প্রতিনিধি
২৮ ডিসেম্বর ২০২১, ১৯:৪৬আপডেট : ২৮ ডিসেম্বর ২০২১, ১৯:৪৬

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) গঠনের জন্য রাষ্ট্রপতি বিভিন্ন রাজনৈতিক দলকে সংলাপের জন্য ডেকেছেন। রাষ্ট্রপতির এই সংলাপ অর্থহীন। কারণ এই সংলাপ গণতন্ত্র ফিরিয়ে আনতে পারবে না। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে পারবে না। এই সরকার ক্ষমতায় থাকলে সুষ্ঠু নির্বাচন হবে না। কাজেই এই সরকারের পদত্যাগের পর নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে।

তিনি বলেন, জনগণকে আর বোকা ভাববেন না। ২০১৮ সালের নির্বাচনে আগের রাতে ভোট হয়ে গেছে। সকালে জনগণ কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেনি। এর আগের নির্বাচনে ১৫৪ জন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিল। তখনও একটি সংলাপ করেছিল। এখন আবারও সংলাপের জন্য ডাকাডাকি করছেন রাষ্ট্রপতি। এই সংলাপ দিয়ে সমস্যার সমাধান হবে না। নির্বাচন কমিশন সমস্যা নয়, সমস্যা সরকারের ভেতরে। নির্বাচনকালীন সরকার কে হবে? নিরপেক্ষ সরকার থাকবে, নাকি শেখ হাসিনার সরকার থাকবে? যদি শেখ হাসিনার সরকার থাকে তাহলে নিরপেক্ষ নির্বাচন হবে না।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিকাল ৩টায় মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়েছে।

জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম, বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, যুবদলের সভাপতি সাইফুল ইসলাম নিরব, ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এসএ কবীর জিন্নাহ ও যুগ্ম সাধারণ সম্পাদক সত্যেন কান্ত পন্ডিত ভজন।

‘অবৈধ এই সরকার জনগণকে ভয় পায়’ মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, সরকারি বাহিনী দিয়ে বিএনপি নেতাকর্মীদের তুলে নিয়ে গুম করে দিয়েছে সরকার। তাদের আজও খুঁজে পাওয়া যায়নি। এই সরকার গণতন্ত্র ধ্বংস করে দিয়েছে। মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। 

বিএনপির মহাসচিব বলেন, গণতন্ত্র রক্ষায় খালেদা জিয়া দেশের বিভিন্ন স্থানে ঘুরে বেড়িয়েছেন। গণতন্ত্র রক্ষার জন্য এখনও হাসপাতালের বেডে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। সারাদেশের মানুষের দাবি, খালেদা জিয়াকে মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানো হোক। কিন্তু এই দাবি সরকারের কানে যায় না। যদি খালেদা জিয়ার কিছু ঘটে, তবে এর দায় সরকারকেই নিতে হবে।

মির্জা ফখরুল বলেন, এই সরকার দেশের সব সুন্দর ব্যবস্থাপনা ধ্বংস করে দিয়েছে। গণতন্ত্র, বিচার বিভাগ ও প্রশাসনিক ব্যবস্থা ধ্বংস করেছে। গুম, খুন, হত্যা ও অপহরণের মতো অনৈতিক কর্মকাণ্ডের কারণে আজ মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছে।

দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা ও সাবেক প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়াকে সুচিকিৎসা দেওয়া এবং মুক্তির দাবি জানান মির্জা ফখরুল। তিনি বলেন, খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা করুন। চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানো জরুরি। বিদেশে যেতে না দিয়ে বেগম জিয়াকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে সরকার।

/এএম/
সম্পর্কিত
নির্বাচন বিলম্বিত হলে জনগণ রাস্তায় নামবে: ফারুক
বিএনপি নেতার বাড়ি থেকে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার
বিএনপি নেতার টাকা দাবির অডিও রেকর্ড ভাইরাল, ‘এডিটেড’ বলছেন অভিযুক্ত
সর্বশেষ খবর
জাতি আ.লীগের তওবার ধোঁকায় আর পড়বে না: হেফাজত
জাতি আ.লীগের তওবার ধোঁকায় আর পড়বে না: হেফাজত
রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি জাফর 
রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি জাফর 
ফরিদপুরে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
ফরিদপুরে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
নির্বাচন বিলম্বিত হলে জনগণ রাস্তায় নামবে: ফারুক
নির্বাচন বিলম্বিত হলে জনগণ রাস্তায় নামবে: ফারুক
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান