X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

কারখানায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, শ্রমিকদের বিক্ষোভ

সাভার প্রতিনিধি
২৯ ডিসেম্বর ২০২১, ০৮:৫৯আপডেট : ২৯ ডিসেম্বর ২০২১, ০৮:৫৯

সাভারের আশুলিয়ায় এক নারী পোশাকশ্রমিককে ইনজেকশন পুশ করে অচেতনের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুর থেকে বিকাল পর্যন্ত কারখানার ভেতরে বিক্ষোভ করেন শ্রমিকরা। 

কারখানার একাধিক শ্রমিক বলেন, ধর্ষণের স্বীকার ওই নারী শ্রমিক আট দিন আগে আশুলিয়ার বেরন এলাকার ইয়াগী বাংলাদেশ লিমিটেড নামের কারখানায় যোগ দেন। গত বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) বিকালে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির জন্য নিচে ডেকে এনে অচেতনের জন্য ইনজেকশন পুশ করে কয়েকজন। পরে তাকে অচেতন করে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। অসুস্থ হওয়ায় কয়েক দিন কারখানায় কাজে যোগ দেননি ভুক্তভোগী। 

এদিকে মঙ্গলবার পরিবারের সদস্যদের সঙ্গে কারখানায় প্রবেশ করে কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করার চেষ্টা করেন। এ সময় অন্যান্য শ্রমিকদের মধ্যে ঘটনাটি জানাজানি হলে তারা কাজ বন্ধ করে কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

একাধিক শ্রমিকের অভিযোগ, ভুক্তভোগী অসুস্থ অবস্থায় বিষয়টি কর্তৃপক্ষকে জানাতে আসেন। তখন উল্টো কর্তৃপক্ষের লোকজন কোনও ব্যবস্থা না নিয়ে ভুক্তভোগী ও তার পরিবারের সদস্যদের কারখানা থেকে হুমকি দিয়ে বের করে দেওয়া হয়।

এ বিষয়ে কারখানার পরিচালক মোরশেদ কবির পলাশ বলেন, শ্রমিকরা ধর্ষণের অভিযোগ তুলে কারখানায় কাজ বন্ধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। বিষয়টি কারখানার পক্ষ থেকে তদন্ত করা হচ্ছে। এই ধরনের ঘটনা ঘটে থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনও অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এএম/
সম্পর্কিত
মাদারীপুরে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
ধর্ষণ মামলার পর বড় মনিরকে আ.লীগ থেকে অব্যাহতি
সর্বশেষ খবর
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
পশ্চিমবঙ্গে কংগ্রেস, সিপিআই-এম ইন্ডিয়া জোট নয়, বিজেপির এজেন্ট: মমতা
পশ্চিমবঙ্গে কংগ্রেস, সিপিআই-এম ইন্ডিয়া জোট নয়, বিজেপির এজেন্ট: মমতা
‘আমাদের জন্য যারা বেইমান, ভারতের তারা বন্ধু’
‘আমাদের জন্য যারা বেইমান, ভারতের তারা বন্ধু’
টানেলে অপারেশনাল কাজে গেলে টোল দিতে হবে না জরুরি যানবাহনকে
টানেলে অপারেশনাল কাজে গেলে টোল দিতে হবে না জরুরি যানবাহনকে
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী