X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

১৪৪ ধারা ভেঙে বিএনপির মিছিল-সমাবেশ

ফেনী প্রতিনিধি
২৯ ডিসেম্বর ২০২১, ২৩:১৮আপডেট : ২৯ ডিসেম্বর ২০২১, ২৩:১৮

ফেনী শহরের ওয়াপদা মাঠে বিএনপি ও যুবলীগের পাল্টাপাল্টি সমাবেশ ঘিরে থমথমে অবস্থা বিরাজ করছে। ১৪৪ ধারা ভেঙে বুধবার সকালে ঢাকা দক্ষিণ মহানগর বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খন্দকারের নেতৃত্বে শহরের নাজির রোড থেকে একটি মিছিল বের হয়। 

মিছিল চলার একপর্যায়ে পুলিশ বাধা দেয় ও লাঠিচার্জ করে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। পরে সমাবেশ করেন বিএনপি নেতারা। সমাবেশ ঘিরে জেলা প্রশাসনের ১৪৪ ধারা জারির ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে নিন্দা জানান বিএনপি নেতারা।

অপরদিকে, এ ঘটনার জেরে ফেনী জেলা যুবলীগ বুধবার বিকালে শহরে মিছিল বের করে। যুবলীগের সভাপতি দিদারুল কবির রতনের নেতৃত্বে  মিছিল বের হয়। মিছিলকারীরা বিএনপির কর্মসূচির বিরুদ্ধে মাঠেই জবাব দেবেন বলে ঘোষণা দেন।

বিএনপি নেতারা সমাবেশে বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে দেশে যখন সভা-সমাবেশ বিক্ষোভ চলছে। ঠিক সেই মুহূর্তে সরকার মারমুখী আচরণ শুরু করেছে।
 
তারা অভিযোগ করেন, ফেনীতে বিএনপি যেন সমাবেশ করতে না পারে সেজন্য সরকারি দলের একটি অঙ্গ-সংগঠনের মাধ্যমে একই স্থানে একই দিনের পাল্টা সভা আহ্বান করা অত্যন্ত দুঃখজনক। অজুহাত হিসেবে শান্তি-শৃঙ্খল রক্ষার কথা বলে শহরে ১৪৪ ধারা জারি ও সভা-সমাবেশ নিষিদ্ধ করে  প্রশাসন। এতে মানুষের কণ্ঠ সাময়িকভাবে রোধ করা গেলেও সরকারের শেষ রক্ষা হবে না।

জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে ও জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন- খালেদা জিয়ার উপদেষ্টা ও ফেনী-২ আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক, ঢাকা মহানগর (দক্ষিণ) বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম মজনু, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-দফতর সম্পাদক বেলাল আহম্মদ, কেন্দ্রীয় কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব।

এ ছাড়া জেলা যুবদল ও জেলা ছাত্রদলের পক্ষ থেকে শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কে ১৪৪ ধারা উপেক্ষা করে প্রতিবাদ মিছিল করে।  
অপরদিকে, ফেনীতে ১৪৪ ধারা জারি করে বিএনপির সভা করতে না দেওয়ার প্রতিবাদে ফুলগাজী উপজেলা বিএনপির উদ্যোগে পুরাতন মুন্সিরহাট এলাকায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।  

জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন বলেন, মঙ্গলবার রাতে জেলা প্রশাসন শহরে ১৪৪ ধারা জারি করে সভা-সমাবেশ নিষিদ্ধ করে। রাত ১টার পর ওয়াপদা মাঠের বিএনপির সভার জন্য বানানো মঞ্চ পুলিশ খুলে নিয়ে যায়।

জানতে চাইলে জেলা প্রশাসক (ডিসি) আবু সেলিম মাহমুদ উল হাসান  বলেন, বিএনপিকে মঙ্গলবার সমাবেশ করার জন্য অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু বিশেষ কারণে তারা সমাবেশ স্থগিত করে বুধবার সমাবেশ করার জন্য অনুমতি চেয়ে আবেদন করে। পুলিশের পক্ষ থেকে ওই আবেদনের পক্ষে মতামত পাওয়া যায়নি। 

অপরদিকে, একই দিনে একই সময়ে জেলা যুবলীগের পক্ষ থেকে ওয়াপদা মাঠে সভা করার অনুমতি চেয়ে আবেদন করা হয়। ফলে আইন-শৃঙ্খলার কথা বিবেচনা করে শহরে বুধবার সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি ও সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়।  

ওয়াপদা মাঠে বিএনপির সভার জন্য বানানো মঞ্চ পুলিশ সরিয়ে নেওয়ার অভিযোগ অস্বীকার করে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন বলেন, এটি সত্য নয়। তারা মিথ্যা অভিযোগ করছে।

/এএম/
সম্পর্কিত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
গাজীপুরে বেতনের দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভ
মোদির বাড়ির সামনে বিক্ষোভ করতে পারলেন না কেজরিওয়ালের সমর্থকরা
সর্বশেষ খবর
একসঙ্গে ইফতার করলেন ছাত্রলীগ-ছাত্রদলসহ সব ছাত্রসংগঠনের নেতারা
একসঙ্গে ইফতার করলেন ছাত্রলীগ-ছাত্রদলসহ সব ছাত্রসংগঠনের নেতারা
শনিবার সকালে আবার অবস্থান কর্মসূচির ঘোষণা বুয়েট শিক্ষার্থীদের
শনিবার সকালে আবার অবস্থান কর্মসূচির ঘোষণা বুয়েট শিক্ষার্থীদের
ইসরায়েল যা যা অস্ত্র চেয়েছিল সব পায়নি: মার্কিন সেনাপ্রধান
ইসরায়েল যা যা অস্ত্র চেয়েছিল সব পায়নি: মার্কিন সেনাপ্রধান
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
সর্বাধিক পঠিত
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ