X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

দ্রব্যমূল্যের দাম বৃদ্ধিতে বিএনপির কিছু ব্যবসায়ী জড়িত: তথ্যমন্ত্রী

ঠাকুরগাঁও প্রতিনিধি
০৯ মার্চ ২০২২, ১৭:২০আপডেট : ০১ আগস্ট ২০২২, ১৯:০৯

তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, ‘দ্রব্যমূল্যের দাম বৃদ্ধিতে কিছু অসাধু ব্যবসায়ী ও বিএনপির বড় কিছু ব্যবসায়ী জড়িত রয়েছেন। এই পরিস্থিতির সুযোগ নিয়েছে আরও কিছু অসাধু ব্যবসায়ী। সেসব ব্যবসায়ীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে সরকার।’ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়ে বুধবার (০৯ মার্চ) দুপুরে ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।

এরপর ঠাকুরগাঁও জেলা পরিষদের বিডি হলে জেলা আওয়ামী লীগ আয়োজিত বর্ধিত সভায় অংশ নেন তিনি। সভায় তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি নির্বাচন ভয় পায়। জ্বালাও-পোড়াও এবং সন্ত্রাসের রাজনীতির কারণে তারা জনগণ থেকে বিচ্ছন্ন হয়ে গেছে। পাশাপাশি খালেদা জিয়া এবং তারেক রহমান দণ্ডিত আসামি হওয়ায় নির্বাচনে অংশ নিতে পারবেন না। এই কারণে নির্বাচনে আগ্রহ নেই বিএনপির। তারা দলকে নির্বাচনমুখী করতে চায় না। জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় তাদের পরাজয় অনেকটাই নিশ্চিত।’

হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও রুহুল কবির রিজভী আহমেদ সারাদিন আওয়ামী লীগের বিরুদ্ধে আবোল-তাবোল কথা বলেন।রিজভী সাহেব নয়াপল্টনের দলীয় কার্যালয়ে বসে থাকেন। সেখানে খান ও সেখানেই ঘুমান। সে কারণে দেশের অবস্থা জানেন না। দলীয় কার্যালয়ে বসে থাকতে থাকতে মেজাজ খিটখিটে হয়ে গেছে রিজভী সাহেবের।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, ‘মির্জা ফখরুল জনগণকে বিভ্রান্ত করতে গণমাধ্যমে যেসব অভিযোগ করেছেন, তা সঠিক নয়। কারণ রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সারাবিশ্বে অনেক পণ্যের দাম বেড়েছে। এজন্য বাংলাদেশেও কয়েকটি পণ্যের দাম বেড়েছে। পণ্যের দাম নিয়ন্ত্রণে কাজ করছে সরকার। যাতে সাধারণ মানুষ কম দামে পণ্য কিনতে পারেন সেজন্য টিসিবির গাড়ি বাড়ানো হয়েছে। কোটি মানুষকে কম দামে পণ্য দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। যেসব অসাধু ব্যবসায়ী পণ্যের দাম বাড়িয়ে ফায়দা লুটার চেষ্টা করছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।’

জেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ সাদেক কুরাইশীর সভাপতিত্বে বর্ধিত সভায় আরও উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, হোসনে আরা লুৎফা ডালিয়া, অ্যাডভোকেট সফুরা বেগম রুমি, ঠাকুরগাঁও-২ আসনের এমপি দবিরুল ইসলাম ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায় প্রমুখ।

বর্ধিত সভায় ঠাকুরগাঁও জেলার ছয় সাংগঠনিক থানার নেতৃবৃন্দ এবং সদর উপজেলা আওয়ামামী লীগের বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

/এএম/
সম্পর্কিত
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
যে কারণে গরুর মাংসের দাম বাড়ালেন খলিল-নয়ন-উজ্জ্বল
বাজার স্থিতিশীল রাখতে সরবরাহ ব্যবস্থাকে অদৃশ্য হাতের প্রভাবমুক্ত চায় এফবিসিসিআই
সর্বশেষ খবর
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়