X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

রাকসুর সাবেক ভিপি বীর মুক্তিযোদ্ধা হায়দার আলীর মৃত্যু

বগুড়া প্রতিনিধি
৩০ মার্চ ২০২২, ১৯:২৭আপডেট : ৩০ মার্চ ২০২২, ১৯:২৭

ষাটের দশকের তুখোড় ছাত্রনেতা, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাবেক ভিপি, বগুড়া সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী (৮১) আর নেই। বুধবার (৩০ মার্চ) সকালে তিনি শহরের নিশিন্দারা উপশহরে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)।

তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

স্থানীয় রাজনৈতিক নেতারা ও পরিবারের সদস্যরা জানান, হায়দার আলী বাংলা ১৩৪৮ সালের ১৪ কার্তিক বগুড়া শহরের নিশিন্দারা পাইকপাড়ায় জন্মগ্রহণ করেন। তার বাবার নাম ফকির উদ্দিন মণ্ডল। হায়দার আলী ছাত্র জীবনে ছাত্র ইউনিয়নের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। মুক্তিযুদ্ধ শুরুর কয়েক মাস আগেই তিনি ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সহ-সভাপতি নির্বাচিত হন।

ষাটের দশকের শুরুতে ছাত্র-শ্রমিক আন্দোলন ও বাঙালি জাতির প্রাণের দাবি ৬ দফা ও ১১ দফা আন্দোলনে নেতৃত্ব দেওয়ায় ১৯৬৯-এ সামরিক আদালতে সামারি কোর্টে ১৬(ক) ধারায় এক বছরের সশ্রম কারাদণ্ডসহ ১১ বার কারাবরণ করেন।

কারামুক্তির পর ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশ নেন। ১৯৭২ সালের ২৪ এপ্রিল জেলে থাকা অবস্থায় পুলিশের সহযোগিতায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হন। সেখানে ৩০ এপ্রিল ছাত্র ইউনিয়নের সভাপতি নির্বাচিত হন। ২০ মে স্বাধীন বাংলাদেশে রাকসুর ভিপি নির্বাচিত হন।

পরে তিনি বগুড়ার নিশিন্দারায় নিজ এলাকায় ফিরে এসে জনসেবায় মনোনিবেশ করেন। পর পর তিন বার নিশিন্দারা ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন। দেশে উপজেলা ব্যবস্থা চালু হওয়ার পর ১৯৮৫ সালে বগুড়া সদর উপজেলা পরিষদের প্রথম চেয়ারম্যান নির্বাচিত হন। জনসেবার পাশাপাশি তিনি ১৯৮৬ সালে তার বাবার নামে নিশিন্দারা এলাকায় ফকির উদ্দিন স্কুল নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেন। পরে সেটি কলেজে উন্নীত হয়। হায়দার আলী বগুড়ার কাহালু উপজেলার বীরকেদার এলাকায় ‘মুক্তিযোদ্ধা হায়দার আলী’ নামে আরও একটি স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছিলেন। আগামী ১ এপ্রিল স্কুলটি উদ্বোধনের কথা রয়েছে।

মরহুমের ছোট জামাতা তৌহিদ বিন আনিস হিল্লোল জানান, তার শ্বশুর বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে বাড়িতে স্ট্রোক করেন। পরে দ্রুত শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বৃহস্পতিবার সকাল ৯টায় নিশিন্দারা উপশহর খেলার মাঠে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। বেলা ১০টায় ফকির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ মাঠে দ্বিতীয় জানাজা শেষে নামাজগড় আঞ্জুমান-ই-গোরস্থানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে।

 

 

/আরকে/এমএএ/
সম্পর্কিত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের প্রথম মেধাতালিকা প্রকাশ
‘পিস্তলে বুলেট লোড-আনলোড করে বললেন, তোর কোন পায়ে গুলি করবো বল?’
হাসান আজিজুল হক সাহিত্য পদক পেলেন ৬ গুণীজন
সর্বশেষ খবর
‘বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে চায় তুরস্ক’
‘বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে চায় তুরস্ক’
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার
সবসময় সবাইকে সুযোগ দেওয়া সম্ভব হয় না: রাজ্জাক
সবসময় সবাইকে সুযোগ দেওয়া সম্ভব হয় না: রাজ্জাক
কলিম শরাফীর জন্মশতবার্ষিকীতে শর্মিলার অ্যালবাম
কলিম শরাফীর জন্মশতবার্ষিকীতে শর্মিলার অ্যালবাম
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ