X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

আট কোটি টাকার সাপের বিষ উদ্ধার, কারাগারে ৫

ময়মনসিংহ প্রতিনিধি
২৫ এপ্রিল ২০২২, ২১:৫৮আপডেট : ২৫ এপ্রিল ২০২২, ২১:৫৮

ময়মনসিংহে সাপের বিষের পাঁচ অবৈধ পাচারকারীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (২৫ এপ্রিল) বিকালে গ্রেফতার ব্যক্তিদের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। বিচারক রওশন জাহান তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ বিষয়ে র‍্যাব-১৪-এর সহকারী পুলিশ সুপার মাসুরা আক্তার বলেন, ‘রবিবার দুপুরে অভিযান চালিয়ে ওই পাঁচ জনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে কথিত এক কেজি ৫৯২ গ্রাম কোবরা সাপের বিষ উদ্ধার করা হয়। যার মূল্য ৮ কোটি ১৪ লাখ টাকা হবে বলে ধারণা করা হচ্ছে।’

অভিযুক্তরা হলেন– তারাকান্দা উপজেলার মৃত আ. কাদের ভূইয়ার ছেলে খোরশিদ আলম ভূঁইয়া (৪৫), মৃত আবদুল মজিদের ছেলে আবদুল গফুর (৬১), আহমদ আলীর ছেলে সিরাজুল ইসলাম (৫০), রফিক মিয়ার ছেলে তরিকুল ইসলাম (১৯) ও আবদুর রশিদের ছেলে রউফ মিয়া (৩৫)।

চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পরিদর্শক প্রসূন কান্তি দাস বলেন, ‘তারাকান্দা থানার পুলিশ ওই পাঁচ জনকে আদালতে পাঠালে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’

এ বিষয়ে তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জাগো বলেন, ‘রবিবার রাতে র‍্যাব-১৪ ওয়ারেন্ট অফিসার মো. ছানোয়ার বাদী হয়ে এ ঘটনায় থানায় মামলা করেছেন।’

মামলার বরাত দিয়ে তিনি বলেন, ‘র‌্যাব-১৪ ওয়ারেন্ট অফিসার ছানোয়ার ও এসআই আব্দুর রশিদ খান সঙ্গীয় ফোর্সসহ মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিলেন। তারা গোপন সংবাদে জানতে পারেন তারাকান্দা উপজেলার টিউকান্দা চৌরাস্তায় জালাল অ্যান্ড সন্স নামে দোকানে অবৈধভাবে আমদানি করা কোবরা সাপের বিষ কেনা-বেচা করা হচ্ছে। পরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ৮ কোটি ১৪ লাখ টাকা মূল্যের এক কেজি ৫৯২ গ্রাম কোবরা সাপের বিষ উদ্ধার করা হয়।’

গ্রেফতার ব্যক্তিদের থানায় হস্তান্তর করার পর আদালতে পাঠানো হয় বলে জানান তিনি।

/এমএএ/
সম্পর্কিত
ঢাবির জগন্নাথ হলে বসে প্রাথমিকের প্রশ্নের সমাধান!
‘আনসারুল্লাহ বাংলা টিমের’ এক সদস্য গ্রেফতার
যুক্তরাষ্ট্রজুড়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, শতাধিক শিক্ষার্থী গ্রেফতার
সর্বশেষ খবর
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!