X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

দুর্বৃত্তের ছুড়ে মারা পেট্রোলে দগ্ধ নবদম্পতি

সাতক্ষীরা প্রতিনিধি
০৬ মে ২০২২, ২৩:১০আপডেট : ০৬ মে ২০২২, ২৩:১০

সাতক্ষীরার পাটকেলঘাটায় কপোতাক্ষ নদের তীরে পেট্রোল ছুড়ে আগুন দিয়ে নবদম্পত্তিকে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। পাটকেলঘাটা থানার ওসি কাঞ্চন কুমার রায় জানান, বৃহস্পতিবার (৬ মে) সন্ধ্যায় ঘটনাটি ঘটে। দগ্ধ নবদম্পতিকে প্রথমে খুলনায় ও পরে ঢাকায় চিকিৎসার জন্য নেওয়া হয়।

গুরুতর দগ্ধ দম্পত্তি হলেন– পাটকেলঘাটার কাশিপুর গ্রামের আব্দুল হকের মেয়ে তামান্না খাতুন (২৫) এবং তার স্বামী পুরাতন সাতক্ষীরার আবুল হোসেন সরদারের ছেলে ফরহাদ হোসেন (৩০)।

আহত তামান্নার ছোটবোন জানান, গত ১৫ এপ্রিল তার বড় বোনের সঙ্গে ফরহাদ হোসেনের বিয়ে হয়। ঈদের একদিন আগে বোনের স্বামী তাদের বাড়িতে বেড়াতে আসেন। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে তারা কপোতাক্ষের তীরে বসেছিলেন। এ সময় অজ্ঞাত কয়েকজন যুবক এসে পেট্রোল জাতীয় পদার্থ তাদের শরীরে নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে দগ্ধ হন তারা। পরবর্তী সময়ে তাদের উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি দেখে তাদের ঢাকা মেডিক্যালের বার্ন  ইউনিটে ভর্তি করা হয়। ফরহাদের শরীরের কিছু অংশ পুড়লেও তামান্নার মুখমণ্ডলের আংশিক এবং শরীরের সম্পূর্ণ অংশ পুড়ে গেছে বলে জানান তিনি।

তামান্নার বাবা শেখ আব্দুল হক জানান, তামান্নাকে এর আগে কলারোয়ার তুলসিডাঙ্গার সাদ্দাম হোসেন নামে মালয়েশিয়া প্রবাসী একজনের সঙ্গে বিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু যৌতুকের চাপ ও পারিবারিক নির্যাতনসহ নানাবিধ কারণে তাকে তালাক দেওয়া হয়। সাদ্দাম হোসেন বর্তমানে বাড়িতে রয়েছেন। তালাকের প্রতিশোধ নিতে সাদ্দামই এই ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ করেন তিনি।

পাটকেলঘাটা থানার ওসি জানান, এই ঘটনায় আব্দুল হক বাদী হয়ে একটি এজাহার দিয়েছেন। মামলাটি রেকর্ড করা প্রক্রিয়াধীন রয়েছে। আসামি গ্রেফতারের জন্য পুলিশের অভিযান শুরু হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল বহরে বোমা হামলা
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা