X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

পদ্মায় তীব্র স্রোত, ফেরি চলাচল ব্যাহত

রাজবাড়ী প্রতিনিধি
০৪ জুলাই ২০২২, ১৫:১২আপডেট : ০৪ জুলাই ২০২২, ১৫:১২

পদ্মা নদীতে পানি বাড়ার কারণে তীব্র স্রোতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এ জন্য রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে দুই কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনের সারি তৈরি হয়েছে।

গোয়ালন্দ উপজেলা পানি উন্নয়ন বোর্ড অফিসের গেজ রিডার (পানি পরিমাপক) সালমা খাতুন জানান, গত চার-পাঁচ দিন ধরে পদ্মার পানি কমছিল। তবে রবিবার (৩ জুলাই) সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১১ সেন্টিমিটার পানি বেড়েছে।

সরেজমিন সোমবার দুপুরে দেখা যায়, ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের ইউনিয়ন বোর্ড পর্যন্ত দেড় কিলোমিটার এলাকাজুড়ে অপচনশীল পণ্যবাহী ট্রাকের সারি তৈরি হয়েছে। এর মধ্যে ৩০-৪০টি যাত্রীবাহী বাস রয়েছে। তবে কোরবানির পশুর ট্রাক যাত্রীবাহী বাস, পণ্যবাহী কাঁচামালের গাড়ি ও ব্যক্তিগত যানবাহনকে অগ্রাধিকার দিয়ে পার করা হচ্ছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট অফিস সূত্রে জানা গেছে, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ২১টি ফেরির মধ্যে ১৬টি ছোট-বড় ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। পাঁচটি ফেরি যান্ত্রিক ত্রুটির কারণে মেরামতে রয়েছে।

তীব্র স্রোতের কারণে প্রতিটি ফেরি পারাপারে দ্বিগুণ সময় লাগছে। গত ২৪ ঘণ্টায় ১৮৯টি ফেরির ট্রিপ দৌলতদিয়া থেকে বিভিন্ন যানবাহন নিয়ে পাটুরিয়া গেছে। যার মধ্যে বাস ৪০২টি, পণ্যবাহী ট্রাক এক হাজার ২৭২টি, ছোট যানবাহন এক হাজার ১৪৫টি এবং মোটরসাইকেল ৭৫টি।

দৌলতদিয়া ঘাটে যানবাহনের সারি কুষ্টিয়ার কুমারখালী থেকে ডালবোঝাই করে আসা কাভার্ডভ্যান চালক কামরুল ইসলাম বলেন, ‘পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে ঘাটে তেমন যানবাহনের চাপ ছিল না। সোমবার হঠাৎ করেই দেখছি, ঘাটে ট্রাকের সিরিয়াল। দুই ঘণ্টা ধরে সিরিয়ালে আছি। হয়তো আরও ২ ঘণ্টার মতো থাকতে হবে। শুনেছি, মাত্র ১৬টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। আর কয়েকদিন পর ঈদ। এই মুহূর্তে কর্তৃপক্ষের উচিত পর্যাপ্ত ফেরি প্রস্তুত রাখা।’

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক প্রফুল্ল চৌহান বলেন, ‘সোমবার পদ্মার পানি ১১ সেন্টিমিটার বেড়েছে। প্রতিদিনই পানি বাড়ছে। তীব্র স্রোতে ফেরি চলাচলে হিমশিম খাচ্ছেন চালকরা। প্রতিটি ফেরি যানবাহন লোড করে পাটুরিয়া ঘাটে পৌঁছাতে একঘণ্টার বেশি সময় লাগছে। যেখানে আগে একঘণ্টায় ফেরিগুলো দুটি ট্রিপ দিতে পারতো। সেখানে এখন একটি ট্রিপ দিতে পারছে।’

তিনি আরও বলেন, ‘২১টি ফেরির মধ্যে ১৬টি ছোট-বড় ফেরি চলাচল করছে। পাঁচটি ফেরি কম থাকায় এবং নদীতে স্রোতের কারণে ফেরির ট্রিপ কমেছে। যার ফলে ঘাটে কিছু অপচনশীল ট্রাক নদী পারের অপেক্ষায় রয়েছে। তবে কোরবানির গরুর ট্রাকগুলো সরাসরি ফেরিতে উঠতে পারছে।’

 

 

/আরকে/এমএএ/
সম্পর্কিত
কর্ণফুলী নদীতে ৫ দিন বন্ধ থাকবে ফেরি চলাচল, বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ
দৌলতদিয়া ঘাটে চাপ নেই যানবাহনের
দৌলতদিয়া ফেরিঘাটে চাপ বেড়েছে ছোট গাড়ির
সর্বশেষ খবর
ফরিদপুরে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
ফরিদপুরে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
নির্বাচন বিলম্বিত হলে জনগণ রাস্তায় নামবে: ফারুক
নির্বাচন বিলম্বিত হলে জনগণ রাস্তায় নামবে: ফারুক
রাতেই পাকিস্তান ছাড়বে রিশাদ-নাহিদরা: ফারুক
রাতেই পাকিস্তান ছাড়বে রিশাদ-নাহিদরা: ফারুক
বিক্ষোভকারীদের ওপর ‘ঠান্ডা পানি স্প্রে’ করছে সিটি করপোরেশন 
আ.লীগ নিষিদ্ধের দাবিতে সমাবেশবিক্ষোভকারীদের ওপর ‘ঠান্ডা পানি স্প্রে’ করছে সিটি করপোরেশন 
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ