X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

বখাটের ভয়ে স্কুলে যাওয়া বন্ধ পঞ্চম শ্রেণির ছাত্রীর

গোপালগঞ্জ প্রতিনিধি
৩১ আগস্ট ২০২২, ১০:০১আপডেট : ৩১ আগস্ট ২০২২, ১০:১৯

উত্ত্যক্তের শিকার হয়ে পঞ্চম শ্রেণির এক ছাত্রী বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী ছাত্রী গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করে।

জানা গেছে, গত বৃহস্পতিবার স্কুল ছুটির পরে বাড়ি ফেরার পথে অমিত বিশ্বাস (১৯) নামে এক যুবক ওই ছাত্রীর পথরোধ করে কুপ্রস্তাব দেয়। রাজি না হওয়ায় অমিত ওই তার হাত ধরে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। সে সময় ওই ছাত্রী চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে এলে অমিত পালিয়ে যায়।

অভিযুক্ত অমিত বিশ্বাস উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের পশ্চিম হাজরাবাড়ি গ্রামের বীরেন বিশ্বাসের ছেলে। পেশায় সে ইজিবাইক চালক। 

ভুক্তভোগী ওই ছাত্রী জানায়,  স্কুলে যাওয়া-আসার পথে প্রায়ই অমিত তাকে উত্ত্যক্ত করতো এবং নানা ধরনের কুপ্রস্তাব দিতো। রাজি না হওয়ায় গত বৃহস্পতিবার স্কুল থেকে বাড়ি ফেরার পথে তাকে একটি ইজিবাইকে তুলে নেওয়ার চেষ্টা করে। এ সময় চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে এলে অমিত পালিয়ে যায়। ’

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলেন, ‘ছুটির পরে ওই ছাত্রী বাড়ি ফেরার পথে ইভটিজিংয়ের শিকার হয়। এ ঘটনার পর থেকে সে ভয়ে স্কুলে আসা বন্ধ করে দিয়েছে।’

অমিত এসব অভিযোগ অস্বীকার করে বলে, ‘আমি ওই ছাত্রীকে তুলে নেওয়ার চেষ্টা করিনি। আমি শুধু তার সঙ্গে কথা বলেছি। ’

বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি অমল কৃষ্ণ সেন বলেন, ‘ঘটনাটি আমি জেনেছি। এ ঘটনা নিয়ে আমি দুই পক্ষের সঙ্গে কথা বলেছি। এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সালিশ-বৈঠকের মাধ্যমে মীমাংসা করে দেবো।’

এ বিষয়ে ভাঙ্গারহাট নৌ-তদন্ত কেন্দ্রের ইনচার্জ ওমর শরীফ বলেন, ‘এ বিষয়ে আমি কোনও অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

/এমএএ/
সম্পর্কিত
‘সাইবার স্পেসে নারীর নিরাপত্তা নানাভাবে বিঘ্নিত হচ্ছে’
আদালতে হাজির হয়ে ট্রাম্প বললেন, ‘এটি কেলেঙ্কারির বিচার’
সাক্ষীতেই আটকে আছে বর্ষবরণে যৌন হয়রানি মামলার বিচার
সর্বশেষ খবর
ভুল হলে রিয়াল-বার্সার ম্যাচটি পুনরায় মাঠে গড়ানো উচিত: লাপোর্তা
ভুল হলে রিয়াল-বার্সার ম্যাচটি পুনরায় মাঠে গড়ানো উচিত: লাপোর্তা
ভারতের মণিপুরে হয়রানির শিকার হয়েছে সাংবাদিক-সংখ্যালঘুরা: যুক্তরাষ্ট্র
ভারতের মণিপুরে হয়রানির শিকার হয়েছে সাংবাদিক-সংখ্যালঘুরা: যুক্তরাষ্ট্র
চুয়াডাঙ্গায় বৃষ্টির প্রার্থনায় নামাজ আদায়, মোনাজাতে কান্না
চুয়াডাঙ্গায় বৃষ্টির প্রার্থনায় নামাজ আদায়, মোনাজাতে কান্না
ঢাবির সুইমিংপুলে শিক্ষার্থী মৃত্যু: বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি
ঢাবির সুইমিংপুলে শিক্ষার্থী মৃত্যু: বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
টাকা উড়ছে রেস্তোরাঁয়, নজর নেই এনবিআরের
টাকা উড়ছে রেস্তোরাঁয়, নজর নেই এনবিআরের
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ