X
রবিবার, ২৭ নভেম্বর ২০২২
১২ অগ্রহায়ণ ১৪২৯

বখাটের ভয়ে স্কুলে যাওয়া বন্ধ পঞ্চম শ্রেণির ছাত্রীর

গোপালগঞ্জ প্রতিনিধি
৩১ আগস্ট ২০২২, ১০:০১আপডেট : ৩১ আগস্ট ২০২২, ১০:১৯

উত্ত্যক্তের শিকার হয়ে পঞ্চম শ্রেণির এক ছাত্রী বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী ছাত্রী গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করে।

জানা গেছে, গত বৃহস্পতিবার স্কুল ছুটির পরে বাড়ি ফেরার পথে অমিত বিশ্বাস (১৯) নামে এক যুবক ওই ছাত্রীর পথরোধ করে কুপ্রস্তাব দেয়। রাজি না হওয়ায় অমিত ওই তার হাত ধরে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। সে সময় ওই ছাত্রী চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে এলে অমিত পালিয়ে যায়।

অভিযুক্ত অমিত বিশ্বাস উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের পশ্চিম হাজরাবাড়ি গ্রামের বীরেন বিশ্বাসের ছেলে। পেশায় সে ইজিবাইক চালক। 

ভুক্তভোগী ওই ছাত্রী জানায়,  স্কুলে যাওয়া-আসার পথে প্রায়ই অমিত তাকে উত্ত্যক্ত করতো এবং নানা ধরনের কুপ্রস্তাব দিতো। রাজি না হওয়ায় গত বৃহস্পতিবার স্কুল থেকে বাড়ি ফেরার পথে তাকে একটি ইজিবাইকে তুলে নেওয়ার চেষ্টা করে। এ সময় চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে এলে অমিত পালিয়ে যায়। ’

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলেন, ‘ছুটির পরে ওই ছাত্রী বাড়ি ফেরার পথে ইভটিজিংয়ের শিকার হয়। এ ঘটনার পর থেকে সে ভয়ে স্কুলে আসা বন্ধ করে দিয়েছে।’

অমিত এসব অভিযোগ অস্বীকার করে বলে, ‘আমি ওই ছাত্রীকে তুলে নেওয়ার চেষ্টা করিনি। আমি শুধু তার সঙ্গে কথা বলেছি। ’

বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি অমল কৃষ্ণ সেন বলেন, ‘ঘটনাটি আমি জেনেছি। এ ঘটনা নিয়ে আমি দুই পক্ষের সঙ্গে কথা বলেছি। এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সালিশ-বৈঠকের মাধ্যমে মীমাংসা করে দেবো।’

এ বিষয়ে ভাঙ্গারহাট নৌ-তদন্ত কেন্দ্রের ইনচার্জ ওমর শরীফ বলেন, ‘এ বিষয়ে আমি কোনও অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

/এমএএ/
পড়লো শীত, বেড়েছে লেপ-তোশকের দাম
পড়লো শীত, বেড়েছে লেপ-তোশকের দাম
আর্জেন্টিনার জয়ে ঢাবিতে ভক্তদের আনন্দ মিছিল
আর্জেন্টিনার জয়ে ঢাবিতে ভক্তদের আনন্দ মিছিল
মেসির রেকর্ড নিজের করে নিলেন ফের্নান্দেজ
মেসির রেকর্ড নিজের করে নিলেন ফের্নান্দেজ
মেসি-ফের্নান্দেজের গোলে আর্জেন্টিনার জয়
মেসি-ফের্নান্দেজের গোলে আর্জেন্টিনার জয়
সর্বাধিক পঠিত
ঢাকা থেকে কক্সবাজারের দূরত্ব কমবে ৪০ কিমি
ঢাকা থেকে কক্সবাজারের দূরত্ব কমবে ৪০ কিমি
পোল্যান্ডের জয়ে আরও চাপে মেসিরা
পোল্যান্ডের জয়ে আরও চাপে মেসিরা
ইউক্রেন ইস্যুতে অবস্থান স্পষ্ট করলো ন্যাটো
ইউক্রেন ইস্যুতে অবস্থান স্পষ্ট করলো ন্যাটো
আবারও নাসিমের অনুসারীদের পেটালো বিএনপির সমর্থকরা
আবারও নাসিমের অনুসারীদের পেটালো বিএনপির সমর্থকরা
ম্যাজিস্ট্রেটের মামলায় কারাগারে স্বামী
ম্যাজিস্ট্রেটের মামলায় কারাগারে স্বামী