X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

নারায়ণগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশের মামলা, গ্রেফতার ১০

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০২ সেপ্টেম্বর ২০২২, ২২:২৪আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২২, ২২:২৮

নারায়ণগঞ্জে বিএনপি ও পুলিশের সংঘর্ষের ঘটনায় আরেকটি মামলা করা হয়েছে। শুক্রবার (২ সেপ্টেম্বর) পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় এ মামলা করেন। মামলায় ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন—ফতুল্লার পূর্ব নরসিংহপুরের আব্দুল জলিলের ছেলে আব্দুস সাত্তার (২২), আলীরটেকের ডিক্রিরচরের মোস্তফা সরদারের ছেলে মজিবুর রহমান (৫২), শহরের পালপাড়ার যুগেস চন্দ্র দেবনাথের ছেলে রঞ্জন কুমার দেবনাথ (৩৬), রূপগঞ্জের সিংলাবোর মৃত হারুন আর রশিদের ছেলে রাজীব (৩৮), সোনারগাঁয়ের মেঘনা ঘাটের আলী আক্কাসের ছেলে জনি (৩৮), বন্দরের উত্তর চানপুর এলাকার মৃত আমান উল্লাহের ছেলে বাদল (৩৩), আড়াইহাজারের রামচন্দ্রাদীর মৃত রমিজ উদ্দিন ভূঁইয়ার ছেলে আবুল কালাম ভূঁইয়া (৪৮), সোনারগাঁয়ের মেঘনা ঘাটের মৃত আলী মোস্তফা খানের ছেলে রিমন (২২), একই এলাকার ইমাম হোসেনের ছেলে ইমন (১৮) ও আড়াইহাজারের ময়নাবাজ এলাকার আব্দুল মালেকের ছেলে সোহান (১৫)।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সাইদুজ্জামান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সংঘর্ষের ঘটনায় পুলিশের ওপর হামলা ও বিস্ফোরক আইনে একটি মামলা হয়েছে। এ মামলায় ৭১ জন নামীয় ও অজ্ঞাত চার-পাঁচ হাজার জনকে আসামি করা হয়েছে। মামলায় ১০ জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

আরও পড়ুন: বিএনপি-পুলিশ সংঘর্ষে যুবক নিহতের ঘটনায় হত্যা মামলা

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান বলেন, ‘গ্রেফতার ১০ জনকে আদালতে তুলে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালত আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আগামী রবিবার রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে।’  

উল্লেখ্য, গত বৃহস্পতিবার সকালে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের পাঁচ হাজারের বেশি নেতাকর্মী মিছিল বের করেন। এ সময় পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের মধ্যে গুলিবিদ্ধ হয়ে শাওন নামে একজন নিহত হন। এছাড়া বিএনপির প্রায় দুই শতাধিক নেতাকর্মী ও পুলিশের ১৫ সদস্য আহত হন।

এদিকে, শাওন প্রধান কোনও রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ছিলেন না বলে দাবি করেছে পরিবার। তবে জেলা বিএনপির নেতৃবৃন্দ বলছেন, তিনি যুবদলের কর্মী ছিলেন।

/এএম/
সম্পর্কিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
আইপি টিভি চালু করতে চায় ডিএমপি!
এপি'র সাংবাদিককে গ্রেফতার করলো রাশিয়া
সর্বশেষ খবর
ইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
প্রয়াণ দিনে স্মরণইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার
ভুটানে আবার কোচ হয়ে যাচ্ছেন বাংলাদেশের বিদ্যুৎ
ভুটানে আবার কোচ হয়ে যাচ্ছেন বাংলাদেশের বিদ্যুৎ
ধর্ষণ মামলা: প্রতিবেদন দাখিল পর্যন্ত জামিন পেলেন মুশতাক-ফাওজিয়া
ধর্ষণ মামলা: প্রতিবেদন দাখিল পর্যন্ত জামিন পেলেন মুশতাক-ফাওজিয়া
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড