X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

‘গ্রামের মানুষের কথা চিন্তা করে সব পরিকল্পনা করছেন প্রধানমন্ত্রী’

মাদারীপুর প্রতিনিধি
১১ সেপ্টেম্বর ২০২২, ২০:০৭আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২২, ২০:০৭

পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কোনও উন্নয়নের পরিকল্পনা নিয়ে গেলে সবার আগে তিনি জিজ্ঞেস করেন, এতে গ্রামের খেটে খাওয়া মানুষ কতটুকু উপকার পাবে। তার পরিকল্পনা, গ্রামকে শহরে পরিণত করতে হবে। তাই গ্রামের খেটে খাওয়া মানুষের কথা চিন্তা করে সব পরিকল্পনা করছেন আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

রবিবার দুপুরে মাদারীপুরের কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের পূর্বআলীপুর গ্রামে হাউজহোল্ড ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার তথ্য সংগ্রহ কার্যক্রম পরিদর্শনে এসে এসব কথা বলেন মন্ত্রী।

পরিকল্পনা মন্ত্রী বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, ‘বিএনপি নির্বাচনের মাঠে না নামলে খেলা বন্ধ হয়ে যাবে না। কারণ মাঠে রেফারি হিসেবে নির্বাচন কমিশন আছে। ক্ষমতায় আসার জন্য ভোটের কোনও বিকল্প নেই।

‘তারা (বিএনপি) নির্বাচনে আসুক, জনগণ যদি তাদের ভোট দেয় তারা ক্ষমতায় এসে দেশ চালাক। ভোটের বিকল্প মারপিট বা হরতাল নয়। হরতাল হলে শ্রমজীবী মানুষের পরিবার না খেয়ে থাকবে। তাই আপনারা (বিএনপি) বিভিন্ন ষড়যন্ত্র না করে নির্বাচনে আসুন।’

সাধারণ জনগণের উদ্দেশ্যে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আপনারা যদি মনে করেন দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় শেখ হাসিনা ভালো কাজ করেছেন। তাকে আপনাদের উন্নয়নের স্বার্থে দরকার। তার বুদ্ধি আছে। তাকে আরেকবার বিবেচনা করবেন, এটা আমার অনুরোধ।’

হাউজহোল্ড ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার সার্ভের কার্যক্রম সম্পর্কে তিনি বলেন, ‘আমাদের দেশে কোন আয়ের কত লোক আছে এবং সবার শারীরিক-মানসিক অবস্থা কেমন, এর মাত্রা নির্ধারণ করে একটি জাতীয় চিত্র আগামী বছরের শুরুতে তুলে ধরবো। দারিদ্র্য দূরীকরণ, উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ছাড়াও টেকসই উন্নয়নের লক্ষ্যে আমাদের পরিকল্পনা তৈরিতে এটি বিশেষ ভূমিকা রাখবে।’

এ সময় উপস্থিত ছিলেন– সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য তাহমিনা বেগম, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন, জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, প্রকল্প পরিচালক ড. দীপংকর রায়, উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, উপজেলা নির্বাহী কর্মকর্তা পিংকি সাহা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান শাহীন, পৌর মেয়র এসএম হানিফ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সরদার মো. লোকমান হোসেন, কালকিনি থানার ওসি মো. শামীম হোসেন ও ইউপি চেয়ারম্যান নেয়ামুল আকন প্রমুখ।

/এমএএ/
সম্পর্কিত
যে কারণে মেগা প্রকল্প হাতে নিচ্ছে না সরকার, জানালেন পরিকল্পনা উপদেষ্টা
কারাগার থেকে হাসপাতালে আনা হচ্ছে সাবেক মন্ত্রী এম এ মান্নানকে
সুইজারল্যান্ডের কাছে কারিগরি শিক্ষার সহযোগিতার আহ্বান
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
সর্বাধিক পঠিত
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে