X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

নির্বাচন নিয়ে ডিসির বিতর্কিত মন্তব্য

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৭ সেপ্টেম্বর ২০২২, ০৪:২৫আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২২, ২০:৫২

চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মমিনুর রহমান বলেছেন, ‘বিএনপি-জামায়াতেরও এখন দোয়া করা উচিত শেখ হাসিনা যেন আবার ক্ষমতায় আসেন।’ তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। এ নিয়ে চট্টগ্রামজুড়ে চলছে নানা বিতর্ক।

এর আগে একই অনুষ্ঠানে আওয়ামী লীগের জেলা পরিষদ চেয়ারম্যান পদে মনোনীত প্রার্থী এটিএম পেয়ারুল ইসলাম যাতে জয় লাভ করেন সে জন্য দোয়া চেয়ে মোনাজাত করেন জেলা প্রশাসক। 

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে সম্প্রীতি সভার আয়োজন করা হয়। ওই সভা চলাকালে সম্মেলন কক্ষে চট্টগ্রাম জেলা পরিষদে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী এটিএম পেয়ারুল ইসলাম নেতাকর্মী নিয়ে ঢুকে পড়েন। তিনি নেতাকর্মীদের নিয়ে রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের কাছে মনোনয়নপত্র জমা দেন। এ সময় নগর আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য শফর আলী এটিএম পেয়ারুল ইসলামের বিজয় কামনা করে দোয়া ও মোনাজাত করেন। এতে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে জেলা প্রশাসককেও হাত তুলে মোনাজাতে অংশ নিতে দেখা গেছে।

এরপর জেলা প্রশাসক বলেন, ‘এখানে চট্টগ্রামের জেলা ও মহানগরের সব পর্যায়ের নেতারা উপস্থিত আছেন। কিছু কথা বলি। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, সেটা নস্যাৎ করতে দেশি-বিদেশি ও আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে।’

তিনি এ সময় আরও বলেন, ‘আগামী বছর বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন। আমি মনে করি, বাংলাদেশ সৃষ্টির পর থেকে এই নির্বাচনই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ এই নির্বাচনে সিদ্ধান্ত হবে বাংলাদেশের রাষ্ট্রক্ষমতা স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষের শক্তির হাতে থাকবে, নাকি স্বাধীনতার বিপক্ষের শক্তির হাতে যাবে।

‘আমি মনে করি বাংলাদেশের রাষ্ট্রক্ষমতা স্বাধীনতার পক্ষের শক্তি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে যদি থাকে তাহলে আমাদের দেশে আওয়ামী লীগ বলি, বিএনপি বলি, জামায়াত বলি, হেফাজত বলি সবাই নিরাপদ থাকবে। আমি মনে করি, বিএনপি-জামায়াতেরও এখন দোয়া করা উচিত, শেখ হাসিনা যেন আবার ক্ষমতায় আসেন।’

এ সময় জেলা পরিষদের বর্তমান প্রশাসক উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন এমপি ও সাধারণ সম্পাদক সম্পাদক মফিজুর রহমান, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।

বক্তব্যের বিষয়ে জেলা প্রশাসক মমিনুর রহমান সাংবাদিকদের বলেন, ‘জেলা পরিষদ নির্বাচনে এটিএম পেয়ারুল ইসলাম সাহেব মনোনয়ন জমা দিয়ে আমার সামনে মোনাজাত করছিলেন। তখন একজন মুসলমান হিসেবে আমি হাত তুলে অংশ নিয়েছিলাম। সম্প্রতি সভায় বলেছি দুর্গাপূজা যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয়, সে জন্য জনপ্রতিনিধি ও নেতাদের দায়িত্ব নিতে বলেছি। জাতির জনককে নিয়ে কথা বলেছি। রাষ্ট্রের উন্নয়ন নিয়ে কথা বলেছি। এই বক্তব্য ভিন্নভাবে প্রচার করা হচ্ছে।’

/এমএএ/
সম্পর্কিত
বেসিস নির্বাচনে ১১ পদে প্রার্থী ৩৩ জন
জাবির সিনেট ও সিন্ডিকেট প্রতিনিধি নির্বাচন: বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের নিরঙ্কুশ জয়
চতুর্থ ধাপে যে ৫৫ উপজেলায় ভোট
সর্বশেষ খবর
স্কুল ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
মোদি ও রাহুলের বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি ভঙ্গের অভিযোগ, ইসির নোটিশ
মোদি ও রাহুলের বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি ভঙ্গের অভিযোগ, ইসির নোটিশ
টাঙ্গাইল শাড়িসহ ১৪ পণ্যকে জিআই স্বীকৃতি
টাঙ্গাইল শাড়িসহ ১৪ পণ্যকে জিআই স্বীকৃতি
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের